বাহক নিউজ় ব্যুরো: লিনা, লিচা এবং লভলিনা। পর পর ৩টে মেয়ে হওয়াতে পাড়া প্রতিবেশীর মুখে বেশ টিপ্পনি শুনতে হয়েছিল বরগোহাঁইয়ে পরিবার কে।
মামনি এবং টিকেন বরগোহাঁয়ের ৩মেয়ে লিনা, লিচা, এবং লভলিনা ছোটো থেকেই পড়াশোনায় বেশ ভাল। ৩মেয়ে হওয়া তে দিনের পর দিন অনেক গঞ্জনা সয়ে থাকতে হয়েছে এই পরিবার কে।
কোনও দিন তেমন কোনো কথারই জবাব দেইনি তারা। বরং কাজের মাধ্যমেই প্রতিটি কটাক্ষের জবাব দিয়েছে এই তিন কন্যা। হয়তো এই আগুনটাই জনিয়ে রেখেছিল তারা।এর মধ্যেই লিচা টোকিও অলিম্পিকে সেমিফাইনালে পৌঁছে দেশের হয়ে পদক জয় নিশ্চিত করলেন ভারতের এই বক্সার। অন্যদিকে তার দিদি লিমা বরগোহাঁই CISF-এর বিশেষ দায়িত্বে রয়েছেন।
আর লভলিনাকে এখন কে না চেনে তাকে নিয়ে আলাদা করে কি আর বলার। ৬৯কেজি ওয়েলটারওয়েট বিভাগের শেষ ৪এ পৌঁছেছেন তিনি। কিন্তু ভালো খেলতে না পারায় ব্রোঞ্জ পদকই নিশ্চিত করেছেন তিনি সেমিফাইনালে পৌঁছে। তিনি ৪-১ ব্যবধানে হারান নিয়েন – চিন চেনকে। এখন সবাই এই আশাতেই আছে যে তিনি এই পদকের রঙ পরিবর্তন করতে পারেন কিনা।
লভলিনার দিদি লিমা বরগোহাঁয় ও প্রথম দিকে কিক বক্সিং এর সাথে যুক্ত ছিলেন। তিনিও বেশ কিছু প্রতিযোগিতা তে অংশগ্রহণও করেছেন। কিন্তু বেশি দূর এগিয়ে যেতে পারেনি। এখন তিনি সেন্ট্রাল ইগন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের হয়ে কাজ করেন। তিনি তার বোনের এই সাফল্যের খবর শুনে খুবই উচ্ছ্বসিত। তিনি বলেন, মা আমাদের দুজনকে সব সময় খেলা ধুলোর জন্য উৎসাহ দিত। ল লভলিনা অনেক কঠোর পরিশ্রম করেছে তাই আজ এই সাফল্য অর্জন করেছে। ওর জন্য আমি গর্বিত। আমার অপূরনীয় স্বপ্ন টা ও আজ পূরণ করেছে আজ আমি ভীষণ খুশি৷ আমি চাই ও আরও অনেক দূর এগিয়ে চলুক। ৷ আগামি ৪ঠা আগস্ট ফাইনাল খেলবে লভলিনা। দেশের মানুষ প্রার্থনা করছে তাঁর জন্য , তিনি যদি সোনার পদক জয় করতে পারেন তাহলে আনন্দ আরো ছড়িয়ে পড়বে বরগোহাঁয় পরিবারে।যারা মেয়ে হয়েছে বলে খোঁটা দিত, তাদেরকে, আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজকে একটা ধাক্কা দিল বরগোহাঁয়ের পরিবারের মেয়েরা।