বাহক নিউজ় ব্যুরো: টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় দিনে গ্রুপ ১-এর শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে ম্যাচে শ্রীলঙ্কা জিতল পাঁচ উইকেটে। শ্রীলঙ্কার টার্গেট ছিল ১৭২। সাত বল বাকি থাকতেই লক্ষ্যে পৌছে গেল শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা এবং বাংলাদেশ- দু’টো দলই বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে কোয়ালিফাই পর্বের ম্যাচ গুলোতে ভালো খেলে। টসে জিতে আজ বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। গতকালের ম্যাচ গুলোতে বেশি রান ওঠেনি, তাই আজ ক্রিকেট প্রেমীদের চোঁখ ছিল আজকে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ব্যাটাররা কত রান করতে পারে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

লিটন দাস এবং শাকিব অল হাসান যথাক্রমে ১৬ ও ১০ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও মহম্মদ নঈম ও মুশফিকুর রহিমের পার্টনারশিপে বড় রানের দিকে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। মহম্মদ নঈম ৫২ বলে ৬২ রানে আউট হয়ে ফিরে গেলেও মুশফিকুর অপরাজিত থাকেন ৩৭ বলে ৫৭ রান করে। ২০ ওভার শেষে বাংলাদেশ ১৭১ রান তোলে।

শ্রীলঙ্কা ব্যাট করতে নামলে প্রথম ওভারে স্পিনার নাসুম আহমেদ তুলে নেন ওপেনার কুশল পেরেরার উইকেট। এরপর নিসাঙ্কা ও আসালঙ্কার পার্টনারশিপে আবার ঘুরে দাঁড়াতে শুরু করে শ্রীলঙ্কা। ঠিক তখনই একই ওভারে নিসাঙ্কা এবং আবিস্কা ফার্নান্দোকে বোল্ড আউট করে ফের বাংলাদেশকে লড়াইয়ে ফেরান শাকিব অল হাসান। সাইফুদ্দিন ফেরান হাসরাঙ্গাকে। কিন্তুু এরপর রাজাপাক্সাকে সঙ্গী করে লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন আসালঙ্কা। জয়ের দোরগোড়ায় এসে রাজাপাক্সা ৩১ বলে ৫৩ রানে নাসুম আহমেদের বলে আউট হন। ৪৯ বলে ৮০রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন আসালঙ্কা।

প্রতিটি দল খেলবে পাঁচটি করে ম্যাচ। দুটি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সেমি-ফাইনাল। বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল টি-২০ ওয়ার্ল্ড-কাপের তিনবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কা।