বাহক নিউজ় ব্যুরো: কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাল্টি টাস্কিং স্টাফ পরীক্ষাটি দেওয়ার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন। পরীক্ষাটির অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে এখন।
পূর্বাঞ্চলে শাখার পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড পাবেন পূর্বাঞ্চল শাখার সাইট থেকে। মাল্টি টাস্কিং স্টাফ পরীক্ষার টায়ার ১-এর অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। SSC-র পূর্বাঞ্চল শাখার সরকারি ওয়েবসাইট www.sscer.org থেকে এমটিএস পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষাটি। টায়ার ১-এ উত্তীর্ণ পরীক্ষার্থীরা টায়ার ২-তে বসার সুযোগ পাবে।
কীভাবে ডাউনলোড করবেন মাল্টি টাস্কিং স্টাফ পরীক্ষার পরীক্ষার অ্যাডমিট কার্ড?
SSC পূর্বাঞ্চলের সরকারি ওয়েবসাইট www.sscer.org-তে গিয়ে সেখানে ‘ Download e-Admit Card of Multi Tasking (Non-Technical) Staff (Paper-I) Examination, 2020’ নামের লিঙ্কটিতে ক্লিক করতে হবে। তারপর পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর অথবা নাম এবং জন্মের তারিখ এন্টার করতে হবে। এরপর একটি অঙ্ক থাকবে, অঙ্কটি করে ‘NEXT’- অপশনে ক্লিক করতে হবে। এরপরই অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন। এবার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন – সামগ্রীতে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় ফ্লিপকার্ট ও অ্যামাজনে
এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা যাবে ২৯শে অক্টোবর পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর অ্যাডমিট কার্ডের ওপর লেখা সমস্তটা পড়ে নিলে পরীক্ষার্থীদের সুবিধা হবে।-