বাহক নিউজ় ব্যুরো: বাংলা একাধিক বিজেপি শাসিত রাজ্যের তুলনায় কম ভ্যাকসিন পায়, এমনটাই দাবি করা হয় রাজ্য সরকারের তরফে। নাতিদীর্ঘ যুদ্ধের পর অবশেষে শিলমোহর পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিশেষ পরিসংখ্যান পেশ করা হয়। এই পরিসংখ্যানের ভিত্তিতে জানা গেছে যে, আয়তন ও জনঘনত্বের নিরিখে একাধিক বিজেপি শাসিত রাজ্যের তুলনায় কম ভ্যাকসিন পেয়েছে বাংলা।

কেন্দ্রীয় সকারের তরফে সঠিক মাত্রায় ভ্যাকসিন বাংলায় আসছে না, বহুদিন ধরে এমনটাই অভিযোগ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। তিনি দাবি করেন যে, বাংলায় যে পরিমাণ টিকার প্রয়োজন, সেই পরিমাণ টিকা আসছে না কেন্দ্রের তরফে। টিকার যোগানের প্রশ্ন তুলেই সাংসদ মালা রায় একটি লিখিত প্রশ্নও জমা দেন সংসদে। এই লিখিত প্রশ্নের উত্তরেই বিভিন্ন রাজ্যে ভ্যাকসিন পাঠানোর পরিসংখ্যান তুলে ধরল স্বাস্থ্য মন্ত্রক। এই পরিসংখ্যানেই দেখা গেছে যে, বাংলার তুলনায় ছোট বিজেপি শাসিত রাজ্য বাংলার চেয়ে বেশি ভ্যাকসিন পেয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

উল্লেখ্য, একদিকে, বিজেপি শাসিত রাজ্য গুজরাট বাংলার আয়তনের তুলনায় অনেক ছোট, কেন্দ্রের তরফে ভ্যাকসিন পেয়েছে ২ কোটি ৫৯ লক্ষ। এই তালিকায় রয়েছে আরও একটি বিজেপি শাসিত রাজ্য কর্ণাটক, এই রাজ্যও বাংলার আয়তনের তুলনায় অনেক ছোট হলেও ভ্যাকসিন পেয়েছে ২ কোটি ৩৯ লক্ষ। অপরদিকে, উপরিলিখিত রাজ্য গুলোর তুলনায় আকারে বড়ো হওয়ার পরেও কেন্দ্রীয় সরকারের তরফে বাংলা পেয়েছে ভ্যাকসিনের ২ কোটি ২৮ লক্ষ ৫৮ হাজার ৭৬০ ডোজ। নিশ্চিতরূপে, ভ্যাকসিনের ডোজের এই পরিসংখ্যান আকারে অপেক্ষাকৃত ছোট বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় কম। প্রসঙ্গত, ওই দুই রাজ্য বাদেও, বাংলার তুলনায় আকারে অনেক ছোট হওয়ার পরেও বিজেপি শাসিত আরও একটি রাজ্য মধ্যপ্রদেশ বাংলার সমান ভ্যাকসিনের ডোজ পেয়েছে। এহেন, কেন্দ্রের অপর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন যোগানের প্রসঙ্গ টেনে কেন্দ্রকে কটাক্ষ করে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, “ওঁরা মানুষের জীবন নিয়ে খেলছে”।