এ যেনো এক সিনেমার কাহিনি।ভক্ত সেজে মন্দিরে ঢুকেছিল এক ব্যাক্তি। কেউ যাতে তাকে সন্দেহ না করতে পারে তার জন্য গলায় পরেছিল রুদ্রাক্ষের মালাও, এবং গয়না চুরির ভালই একখানা ফন্দি এটেছিল। এই চুরির পরিকল্পনা সফল হলেও, শেষরক্ষা হয়নি। এই চোরের কালীমূর্তি থেকে গয়না চুরির ঘটনা ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায়।এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নদিয়ায়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, নদিয়ায় বেথুয়াডিহির শিবানী রোডে বড়ো কালী মন্দির থেকে সোনার গয়না ও ৫০-৬০হাজার টাকার জিনিস চুরি গেছে। পুলিশ এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে স্থানীয় একজন কে আটক করেছে। চুরির ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বেথুয়া ডিহির কালী মন্দির চুরির ঘটনাটি প্রথম লক্ষ্য করেন ওখানকার পুরোহিত অলোক চক্রবর্তীর। তিনি প্রতিদিনের মতো ওই দিনও পূজা করার জন্য মন্দিরের দরজার তালা খুলতেই দেখতে পান ঠাকুরের কোনও গয়না নেই, ও ক্যাশ বাক্সও ভাঙা। তখন তিনি সঙ্গে সঙ্গে এলাকাবাসী কে ডাকেন। তারপর তিনি এলাকার কিছুজন কে নিয়ে গিয়ে থানায় মন্দির চুরির অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ ওই মন্দির এ গিয়ে আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখতেই সবার চোখ কপালে উঠে যায়।
সিসিটিভি ক্যামেরায় দেখা যায় এক ব্যাক্তি গ্রিল টপকে মন্দিরের ভেতর ঢুকে যায়। তার অতি যত্নের সাথে মা কালীর চরনে প্রনাম করে। সাথে পাশে থাকা একটি রুদ্রাক্ষের মালা গলায় পরে নেয়। তার পর সব গয়না বিগ্রহ থেকে খুলে নেয় ধিরে ধিরে, ও ক্যশ বাক্স ভেঙে টাকাও বের করে নিয়ে আবার গ্রিল টপকে বেরিয়ে চলে যায়।
চোরের এরকম চুরি করার কায়দা দেখে তাজ্জব হয়ে যায় এলাকাবাসীও। মন্দিরের কোশাধ্যক্ষ জানান, এই নিয়ে মন্দিরে মোট তিন বার চুরি হলো কিন্তু এরকম চোর তিনি কখনো দেখেন নি।
এরকম চুরির ঘটনা দেখে অবাক পুলিশও। পুলিশ একজন স্থানীয় ব্যক্তি কে আটক করে জিজ্ঞাসা বাদ করছেন এই চুরির বিষয়ে।
রিয়া দুয়ারী
Published on Wednesday, 28 July 2021, 9:56 pm | Last Updated on Monday, 23 August 2021, 10:18 pm by Bahok Desk









