বাহক নিউজ় ব্যুরো: একুশের বিধানসভা নির্বাচনের পর তৃতীয়বারের মতো ক্ষমতায় আসীন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, মসনদে বসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লেগেছিল। তখন অভিযোগ উঠেছিল যে, রীতিমতো ষড়যন্ত্রের ছক কষে তাঁর উপর হামলা করা হয়েছে। তখন থেকেই তিনি ‘টার্গেট’ ছিলেন, এমনটাই চারিদিকে শিরোনামে উঠে এসেছিল। এবার একুশে নির্বাচনের পরে সরাসরি খোলামেলাভাবেই ‘খুনের হুমকি’ শোনা গেল।

পুরোপুরি খোলামেলাভাবে এই বিতর্কিত কথাটি বলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ এল কলেজের জ়ুলোজি বিভাগের অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য। তিনি ওই বিতর্কিত কথাটি সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি খোলাখুলিভাবে বলেছেন। তাঁর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তমাল দত্ত ও দেবর্ষি রায় ইতিমধ্যে লালবাজার অভিযোগ জানিয়েছেন। জানা গেছে, তিনি এর আগেও এই ধরণের মন্তব্য হোয়াটসঅ্যাপে করতেন, বাইরে জনসমক্ষে আসেনি। কিন্তু, এবার, অবশেষে ফেসবুকে তিনি হুমকি সমন্বিত মন্তব্যটি করে বসলেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সূত্রের খবর অনুযায়ী, ফেসবুকে একটি গ্রুপে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে তর্কবিতর্ক চলছিল। এরই মাঝে হঠাৎই উত্তেজিত হয়ে পড়েন ওই জ়ুলোজি অধ্যাপক এবং বলে বসেন, ‘মুখ্যমন্ত্রীকে হত্যা করতে চাই’। ওই পোস্টে তাঁর পরবর্তী মন্তব্য দেখে স্পষ্ট হয় যে, তাঁর স্ত্রীর চাকরি না থাকায় তিনি ওই মন্তব্য করেছেন। যদিও, অধ্যাপকের এই মন্তব্যের জেরে তাঁর ভূমিকায় উঠছে প্রশ্ন। অভিযোগকারীরা প্রশ্ন তুলেছেন যে, একজন অধ্যাপক এই ধরণের ভাষা ব্যবহার করতে পারেন এবং অবশেষে লালবাজারে লিখিত অভিযোগ জানিয়েছেন।