বাহক নিউজ ব্যুরো : তৃতীয় ঢেউ আসার আগেই জোর কদমে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। একদিনে প্রায় 5 লক্ষ টিকা দেওয়া হয়েছে৷ গত 28 শে মে, শুক্রবার প্রথম ডোজের টিকাকরণের এককোটির মাইলস্টোন হয়েছিল রাজ্য, গতকাল দ্বিতীয় ডোজের টিকাকরণেও এককোটির মাইলস্টোন পার করল রাজ্য সরকার।
করোনার তৃতীয় ওয়েভ আসার আগেই রাজ্যজুড়ে জোরকদমে চলছে টিকাকরণ কর্মসূচী। সংবাদসুত্রের খবর, প্রতিদিন গড়ে পাঁচ লক্ষ টিকা দেওয়া হচ্ছে রাজ্যে। রাজ্যের লক্ষ্যমাত্রা ছিল প্রায় সাড়ে সাত কোটি মানুষকে টিকা দেওয়ার। প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে 3,66,91,335 টি টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক মানুষ টিকাকরণের ক্ষেত্রে কমপক্ষে একটি ডোজ পেয়েছেন, যা রাজ্যসরকারের কাছে যথেষ্ট স্বস্তিজনক৷
অন্যদিকে, আগতপ্রায় তৃতীয় ওয়েভের দিকে নজর রেখে আগেভাগে প্রস্তুতি নিচ্ছে সরকার। সুত্রের খবর, স্বাস্থ্যদপ্তর ইতিমধ্যেই বিভিন্ন বয়সের শিশুদের জন্য 1550 টি CCU বেড, 528 টি PICU বেড, 160 টি SNCU বেড, ২৭০ টি NICU বেডের ব্যবস্থা করেছে।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রাজ্য সরকার আক্রান্ত শিশুদের চিকিৎসা কেমন হবে তা চুড়ান্ত করতে দশ সদস্যের বিশেষ টিম তৈরি করেছে। এছাড়াও চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ চালু হতে পারে দ্রুত।