বাহক নিউজ ব্যুরো: করোনার দ্বিতীয় ঢেউয়ে সম্প্রতি লাগাম লাগতে শুরু করলেও, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা দেখা দিয়েছে দেশ জুড়ে। এমতাবস্থায় বিধিনিষেধে একেবারেই ঢিলেমি দেখাতে চাইছে না রাজ্য। তাই ১৫ ই সেপ্টেম্বর অবধি বাড়লো করোনার বিধিনিষেধ।
শনিবার নবান্নের তরফে জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিযোগিতা মূলক ট্রেনিং এর জন্য কোচিং সেন্টার খোলার অনুমতি দেওয়া হয়েছে। ৫০% পড়ুয়া নিয়ে কোচিং সেন্টার চালাতে হবে তার পাশাপাশি করোনার অন্যান্য বিধিনিষেধ ও মানতে হবে।
তবে স্কুল কিংবা কলেজপড়ুয়াদের জন্য কোচিং সেন্টার খোলা যাবেনা। দীপাবলীর পর স্কুল – কলেজ খোলার কথা ভাবছে রাজ্য সরকার, প্রয়োজন হলে সেই সময় অন্যান্য কোচিং সেন্টার খোলার অনুমতি দেওয়া হবে।
বাকি নিয়ম যা ছিল তাই থাকছে অর্থাৎ আগস্ট মাসের নির্দেশিকা অনুযায়ী, সুইমিং পুল, ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলা থাকবে। নাইট কার্ফু চলবে রাত ১১ টা থেকে ভোর ৫ টা অবধি। তবে লোকাল ট্রেন বন্ধই থাকবে ১৫ সেপ্টেম্বর অবধি, যদিও স্টাফ স্পেশাল ট্রেন ও মেট্রো চলবে পূর্বঘোষণা মতোই।