বাহক নিউজ় ব্যুরো : পশ্চিমবঙ্গ বা তার আশেপাশের এমন মানুষ খুব কম আছে যারা একটি বার অন্তত দিঘা ঘুরে আসেননি। দিঘার সৌন্দর্য মুগ্ধ করে সকলকেই।
এবার এই দিঘার সমুদ্রেই দেখা গেছে ঘোলাটে কালো জল। আর এই নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে দিঘার সমুদ্র সৈকতে।
করোনা বিধি মেনেই পর্যটকদের বেশ ঢ্ল নেমেছে দিঘায়। এই সময়েও দিঘায় পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। কিন্তু আবার চাঞ্চল্য ছড়িয়েছে দিঘার কালো ঘোলাটে জল। আবার শুধু জলের রঙ পরিবর্তনই নয় এই জল ব্যবহার করে শারীরিক অস্বস্তিতে পড়ছেন পর্যটকরা। তাই নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে দিঘার সমুদ্র এলাকায়।
সুত্রে জানা গিয়েছে, শনিবার সকালে সমুদ্রে জোয়ার আসে। তখন সমুদ্র উত্তাল হয়ে ওঠে। ব্যাপক জলচ্ছাস হয়। তখনই হঠাৎ করে একবার সমুদ্রের জল ঘোলাটে হয়ে যায়, ও কালো রঙ ধারণ করে। ওখানকার প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই সময়
অনেক পর্যটক সমুদ্রে স্নান করছিলেন। তখন ওই জল তাদের শরীরে লাগায় শারীরিক অস্বস্তি হয় তাদের। এরপর ঝুঁকি এড়াতে কালো জল দেখা মাত্র সব পর্যটকদের জল থেকে তুলে দেওয়া হয়।
যদিও সমুদ্রের জলের এই রঙ হঠাৎ করে বদলে যাওয়ার কারম কেউই বলতে পারছেন না।
এক লুনিয়ার কথায় জানা গিয়েছে, হঠাৎ করেই আজ জোয়ারের সময় সমুদ্রের জল কালো হয়ে যায়। এরকম প্রধানত দেখা যায় না। কিন্তু আজ কেনো এরকম হলো তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে, দিঘার সমুদ্রের জল আগেও বেশ কয়েকবার ঘোলাটে হয়েছে কিন্তু এভাবে কালো কখনো হয়নি। কি কারনে এরকম হলো তা খতিয়ে দেখা হচ্ছে।
আপাতত কোনো পর্যটকদের জলে নামতে দেওয়া হচ্ছে না। কেউ যাতে সমুদ্রের জলে না নামে তার জন্য পুলিশের নজরদারি তে রাখা হয়েছে পুরো সমুদ্র সৈকত।
এই রকম পরিস্থিতি তে প্রশাসন সহ চিন্তিত সবাই।