বাহক নিউজ় ব্যুরো: করোনার দ্বিতীয় ওয়েভ ও তার পরবর্তী মেডিক্যাল এমার্জেন্সিতে কলকাতা শহর সারা পশ্চিমবঙ্গে করোনার জীবনদায়ী ওষুধ রেমডেসিভির, অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, ভুয়ো করোনা ভ্যাক্সিন নিয়ে যে তীব্র অরাজগতা হয়ছে তা নিয়ে বিক্ষুব্ধ বাংলার মানুষ। এদিন সকালেই কলকাতা ও পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি টিমে ভাগ হয়ে তদন্তে নেমে পড়েছেন ইডি (Enforcement Directorate) অফিসাররা৷
ভুয়ো ভ্যাকিস্ন ও করোনা ওষুধের কালোবাজারি ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন ভুয়ো পুলিশ আধিকারিক দেবাঞ্জন দেব৷ বর্তমানে তাকে কলকাতা পুলিশের হেপাজতে রাখা হয়েছে। আজ সকাল তজেকেই কলকাতা সহ সর্বমোট দশটি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছেন বলে জানা যাচ্ছে। কলকাতার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়েছে অভিযান। দেবাঞ্জনের আত্মীয়ের বাড়িতেও চলছে তল্লাশি। দেবাঞ্জন দেবের মাদুরদহের বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারী অফিসাররা। রাহুল বর্মণের লেলিন সরণীর বাড়িতে হানা দিয়েছেন ইডি।
কসবা, গড়িয়া, ওয়াটগঞ্জ, শরৎবোস রোড সহ শহরের বিভিন্ন প্রান্তে দিল্লি থেকে আসা এই বিশেষ তদন্তকারী অফিসারদের টিম পৌঁছে গিয়েছেন। জোরকদমে চলছে জিজ্ঞাসাবাদ, তল্লাশিও৷ সুত্রের খবর এখনও কলকাতা পুলিশে হেপাজতেই ভুয়া ভ্যাকসিন কাণ্ডের নায়ক দেবাঞ্জন দেব৷ এবার জিজ্ঞাসাবাদের জন্য ইডির হেপাজতে তাকে যত দ্রুত সম্ভব নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।