বাহক নিউজ় ব্যুরো : একে করোনা ভাইরাসের প্রকোপে সরকারের লকডাউন, বহু মানুষ কাজ হারিয়েছেন, আবার কোথাও কাজ থাকলে মাইনে এখনও অর্ধেক বা অর্ধেকের কম! সেই অবস্থায় নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম বেড়ে সাধারন মানুষের নাকানিচোবানি খাওয়ার মতো অবস্থা!

 

কোনো সবজির দাম বেড়েছে কেজি প্রতি ১০ টাকা আবার কোনো সবজির দাম বেড়েছে কেজি প্রতি ২০ টাকা। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় সবজি কিনতে মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের।হু হু করে বেড়েই চলেছে সবজির দাম। ব্যাবসায়ীরা বলছে আরও বাড়তে পারে সবজির দাম।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

 

কেনো দাম বাড়ছে? ব্যবসায়ীরা বলছেন, বেশিরভাগ জেলায় তুমুল বৃষ্টির কারনে জমিতে সব জল জমে আছে। আর প্রায় অনেক জায়গাতেই বন্যা হওয়ার কারনে সব চাষের জমি জলের তলায়। আবার তার সাথে জ্বালানির দাম বাড়ায় বাড়ছে পরিবহন ব্যয়ও। আবার পাইকারি দামের সাথে খুচরো দামের আকাশ পাতাল ফারাক। কিছু অসাধু ব্যাবসায়ীরা সুযোগ বুঝে কম দামে সবজি কিনে চড়া দামে বিক্রি করছে।

এই সময় জমিতে পটল, বেগুন, বিভিন্ন শাক ইত্যাদি নানান সবজি রয়েছে। বিশেষ করে নদীর ধারে এই সব সবজি বেশি হয় তাই এই সময় বন্যা হয়ে গিয়ে সব সবজি নষ্ট হয়ে যাওয়ার ফলে লাফিয়ে দাম বাড়ছে।যেমন প্রতি কেজি কুমড়োর দাম ছিল ৩০ টাকা কিন্তু এখন তা বেড়ে হয়েছে ৪৫টাকা। প্রতি কেজি পটলের দাম ছিলো ২০টাকা এখন তা বেড়ে হয়েছে ২৫ টাকা। কোথাও কোথাও বেগুনের দাম বেড়েছে ৫০-৬০টাকা কেজি। পেঁয়াজ, শশা, গাজর,বরবটি সহ দাম বেড়েছে আরও অনেক ধরনের সবজির।
বিক্রেতারা বলছেন, যেভাবে একটানা বৃষ্টি হয়েছে তাতে জমির ফসল নষ্ট হবার পাশাপাশি, নষ্ট হচ্ছে মজুত শস্য। তাতে চিন্তায় পড়ছেন ব্যবসায়ীরাও।এর জেরেই কয়েকদিন পরেই আরও বাড়বে সবজির দাম।

দুই ২৪পরগনা,হুগলি,হাওড়া এইসব জায়গা থেকে প্রচুর সবজি বাজারে আসে, এই সব জায়গায় চাষের ক্ষতি হওয়ায় সবজির দাম বাড়তে পারে বলে জানাচ্ছেন কৃষি আধিকারিকরা।তাই এই ভাবে সবজির দাম বাড়ায় চিন্তা বেড়েছে মধ্যবিত্তের।