বাহক নিউজ় ব্যুরো :পশ্চিম মেদিনীপুরের এখনও বেশ কিছু এলাকা জলের তলায়। এই বন্যার দুর্যোগ কিছুটা কাটলেও, এখনো জল নামেনি বহু জায়গায়। ক্ষতি হয়েছে হাজার হাজার মানুষের। মানুষের থাকার জায়গা ডুবে গেছে, কোথাও স্থানীয় স্কুলে, কোথাও বা প্রশাসনের তরফে ঠিক করা জায়গায় কাটাতে হচ্ছে বানভাসি মানুষদের।
দক্ষিন বঙ্গের এই দুর্যোগের রেশ কাটতে না কাটতেই, এবার প্রবল বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। আজ মঙ্গলবার ভারি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার,ও কোচবিহার এই ৫জেলায় অতিভারী বৃষ্টির কারনে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি। আবার পাহাড়ের বিভিন্ন জায়গায় প্রচুর ধসও নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বাঁকুড়া থেকে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত যে মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে তার জেরেই প্রবল বর্ষন হবে বলে জাননো হয়েছে। আর এর ফলেই বানভাসি হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা।
দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমান কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে। তবে দিনের বেলায় বাড়বে গরম।