বিয়েতে একটু অন্য কিছু করবেন, এই রকই ভেবেছিলেন নাঈম রাজা মল্লিক ও তাঁর পরিবার। আর আজ তাঁর বৌভাতে দুঃস্থ গর্ভবতীদের খাবার বিতরণ করলেন।
হাওড়া জেলার জয়পুরের সাতভাইপাড়ার বাসিন্দা নাঈম রাজা মল্লিক। গতকালই তাঁর বিয়ে হয়েছে জয়পুর থানারই ঝিকিরা অঞ্চলে। ভেবেছিলেন, এবারের বিয়েতে একটু অন্যরকম কিছু করতে হবে। এমনিতেই এই মল্লিক পরিবার লকডাউনে রেশন সামগ্রী, নিত্য প্রয়োজনীয় জিনিসিপত্র তুলে দিয়েছেন গ্রামের অসহায় লোকের হাতে। তাই এবারেও ব্যতিক্রম হল না।
প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পাড়ার বিভিন্ন মানুষের কাছ থেকে তথ্য নেওয়া, তাঁদের মধ্যে কারা সত্যিই ভীষণ অসহায়, কাদের দরকার আছে সত্যিই, তাঁর লিস্ট করা, কাজটা মোটেই সহজ ছিল না। কিন্তু নাইমের বাবা নূর ইসলাম মল্লিক, নাঈমের দাদা মিন্টু মল্লিক ও বাকিদের সাহচর্যে শুরু হয় দুঃস্থ গর্ভবতীদের খাবারের প্যাকেট করে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসা।
এক একটি প্যাকেটে ছিল হরলিকস – ৫০০, ডিম – ১০ টা, আপেল – ১ কেজি, বেদানা – ১ কেজি ও বিভিন্ন রান্নার সামগ্রী। সব মিলিয়ে ৭০ জনকে এই খাবারগুলি তুলে দেওয়া হয়। স্থানীয়রা ভীষণ খুশি হয়ে আশীর্বাদ করেছেন এই পরিবারকে।
নাঈমের দাদা রিন্টু মল্লিককে যোগাযোগ করা গেলে তিনি বলেন, “আমরা সবসময়ই চেষ্টা করি আমাদের গ্রামের, অঞ্চকের মানুষের পাশে থাকতে। এনারাই আমাদের সব। এই খাবার বিতরণ শুধু নয়, আমরা লকডাউনে বহুবার খাবার, সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করেছি। মায়েরাই তো শক্তি। তাই তাদের ভালো রাখার জন্য আমাদের সামান্য প্রচেষ্টা। আশা করি আমরা আশীর্বাদ পাব। নবদম্পতি আশীর্বাদ পাবে।”
সত্যিই অনেকের অলক্ষ্যে বৌভাতের দিনে নাঈম, মিন্টুরা একটা নজির সৃষ্টি করে গেল।
Published on Monday, 26 July 2021, 10:53 pm | Last Updated on Friday, 30 July 2021, 11:52 am by Bahok Desk









