পশ্চিমবঙ্গ সরকারের “দুয়ারে ভ্যাকসিন” প্রকল্পের সহায়তায় আজ সোমবার ২৬ শে জুলাই ২০২১ হাওড়া জেলার জয়পুর থানার অমরাগড়ীতে স্থানীয় বিধায়ক সুকান্ত পাল এর আন্তরিক উদ্যোগে কোভিড বিধি মেনে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজিত হয়।

উক্ত ক্যাম্পে এলাকার ১২ বছরের কম বয়সী প্রতিবন্ধকতাযুক্ত শিশুর মায়েদের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়। সর্বমোট পঞ্চাশ জন শিশুর মাকে ভ্যাকসিন দেওয়া হয়। । স্বেচ্ছাসেবী সংগঠন আশা ভবন সেন্টারের সামগ্রিক ব্যবস্থাপনায় ক্যাম্পটি আয়োজিত হয়৷এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হওয়ার জন্য আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল মহাশয়কে সাধুবাদ জানান এলাকার মানুষজনেরা।এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরি বারুই মহাশয় সহ প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গরা

মহম্মদ ফারহান