পশ্চিমবঙ্গ সরকারের “দুয়ারে ভ্যাকসিন” প্রকল্পের সহায়তায় আজ সোমবার ২৬ শে জুলাই ২০২১ হাওড়া জেলার জয়পুর থানার অমরাগড়ীতে স্থানীয় বিধায়ক সুকান্ত পাল এর আন্তরিক উদ্যোগে কোভিড বিধি মেনে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজিত হয়।
উক্ত ক্যাম্পে এলাকার ১২ বছরের কম বয়সী প্রতিবন্ধকতাযুক্ত শিশুর মায়েদের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়। সর্বমোট পঞ্চাশ জন শিশুর মাকে ভ্যাকসিন দেওয়া হয়। । স্বেচ্ছাসেবী সংগঠন আশা ভবন সেন্টারের সামগ্রিক ব্যবস্থাপনায় ক্যাম্পটি আয়োজিত হয়৷এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হওয়ার জন্য আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল মহাশয়কে সাধুবাদ জানান এলাকার মানুষজনেরা।এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরি বারুই মহাশয় সহ প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গরা