মায়ের পরকীয়ার কথা জেনে ফেলায় সাত বছরের শিশু কে খুন! এমনই ঘটনা ঘটেছে বাঁশবেড়িয়ায়। আভিযোগ উঠেছে মহল্লার বাসিন্দা শবনম বিবি তারই প্রতিবেশী একটি ছেলে রাজুর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে।

পুলিশের কাছ থেকে জানা গিয়েছে, শবনম ও রাজুকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিল শবনম এর ছেলে রমজান। তখন তারা দুজনেই ভয় পেয়ে যায়, এবং ভাবে রমজান হয়তো সবাইকে এ কথা জানিয়ে দেবে, সেই কারনেই রমজানের সাথে খেলার নাম করে রাজু তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানেই তাকে খুন করে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বার বার জেরা করার পর রমজান কে খুনের কথা নিজের মুখে জানায় রাজু।
পুলিশ সুত্রে জানা গিয়েছে রমজানের মা শবনম বিবি স্থানীয় একটি জুট মিলে কাজ করতেন। তাঁর স্বামী মারা গেছেন বেশ কিছু বছর আগে। তার পর থেকে তিনি আর তার ছেলে রমজান দুজনেই থাকতেন। কিছুদিন আগে শবনম বিবি ওই প্রতিবেশী যুবক শেখ রাজুর সাথে সম্পর্কে জড়িয়ে পরেন। তখনই আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শবনমের ছেলে রমজান। আর এর পরেই এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে রমজান কে খুজে না পেয়ে বাঁশবেড়িয়া থানায় আভিযোগ করেন শিশুর পরিবার। এর পরেই পুলিশ শিশুটির খোজ খোঁজ শুরু করে। শিশু অর্থাৎ রমজানের খোঁজ করার সময় তার মা কে জিজ্ঞাসা করলে তিঁনি রাজুর কথা বলেন। কিন্তু এই ঘটনার পর রাজু গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। অনেক খোঁজা খুঁজির পর পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
ধৃত রাজুর কথা অনুযায়ী, তার আর শবনমের সম্পর্কের কথা রমজান জেনে গিয়েছিল তাই সে সব কিছু সবাইকে বলে দিতে পারে, এরকম ভয় পেয়েছিল সে। সেই জন্যই রমজান কে ভুলিয়ে একটি ফাঁকা গঙ্গার পাড়ে নিয়ে যায়। এবং সেখানেই তাকে গলাটিপে খুন করে, পাশের ঝোপের ভেতর ফেলে দেয়। তারপর অভিযুক্ত রাজুকে কাল ঘটনা স্থলে নিয়ে গিয়ে শিশুর দেহ উদ্ধার করে পুলিশ।
এই প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশ জানান অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসা করা হবে। এই খুনের মধ্যে শিশুটির মায়ের কোনো হাত ছিল কি না তাও তদন্ত করা হচ্ছে।

রিয়া দুয়ারী

Published on Wednesday, 28 July 2021, 3:12 pm | Last Updated on Wednesday, 28 July 2021, 3:12 pm by Bahok Desk

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount