বর্তমানে প্রায়ই শোনা যায় যে টেলিভিশনে কাজের সুযোগ করাবার নাম করে যুবতীর সাথে প্রতারনা করা হয়েছে বা যুবতীকে নোংরা কাজের প্রস্তাব দেওয়া হয়েছে।
এবার অভিনভ কায়দায় টেলিভিশনে অভিনয় করার সুযোগ করিয়ে দেবার নাম করে প্রতারনার অভিযোগ উঠেছে। বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ফাঁস করা হয়েছে ওই যুবতীর অর্ধনগ্ন ছবি। যদিও অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বেশ তৎপর হয়েছে পুলিশ।
পুলিশ জানান, যে যুবতী প্রতারণার শিকার হয়েছেন তিনি সোদপুরে থাকেন। এই ঘটনায় জয়শ্রী মিত্র ও প্রতাপ ঘোষ নামে দুজন কে আটক করেছে পুলিশ। পুলিশ আরও বলেন যে, ওই দুজনই নাকি ওই যুবতী অর্ধনগ্ন ছবি ফাঁস করে দিয়েছে বিভিন্ন সাইটে।
পুলিশের কাছে ওই প্রতারিত হওয়া যুবতি জানিয়েছেন, তিনি মডেলিং করেন। তার সাথে এই সোশাল মিডিয়ার মাধ্যমেই পরিচয় হয় জয়শ্রী মিত্র নামে ওই মহিলার, তিনি বলেন তিনি নাকি দমদমে থাকেন আর মডেলিং করেন। জয়শ্রী মিত্র ওই যুবতীকে বলেন তিনি তাকে টেলিভিশনে কাজ করার সুযোগ করে দেবেন এবং তার জন্য তাকে একটি ফটোশুট করতে হবে। আর এই ফটোশুট করার জন্য তিনি পরিচয় করিয়ে দেন প্রতাপ ঘোষ নামে ওই ব্যক্তির সঙ্গে। তারা দুজন সল্টলেকের একটি স্টুডিও তে ওই যুবতীর কিছু অর্ধনগ্ন ছবি তোলেন ও একটি ভিডিও করেন।
যুবতী এই রকম ছবি দেখে ভয় পেলে ওই মহিলা জয়শ্রী মিত্র তাকে আশ্বস্ত করেন যে এই ছবি বা ভিডিও কোথাও দেওয়া হবে না।
কিন্তু কিছুদিনের মধ্যেই ওই যুবতী দেখতে পান যে তার ওই অর্ধনগ্ন ছবি বিভিন্ন সাইটে ফাঁস করে দেওয়া হয়েছে।
এর পরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই যুবতী।এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে জয়শ্রী মিত্র ও প্রতাপ ঘোষ কে গ্রেফতার করেন সাইবার ক্রাইমের পুলিশ। পরে তাদের আদালতে তোলা হলে পুলিশ তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেন।
Published on Monday, 26 July 2021, 6:49 pm | Last Updated on Monday, 26 July 2021, 6:49 pm by Bahok Desk








