পুরানো মালদহে রুপ সনাতন মন্দিরে রথের চাকায় পিষ্ট হয়ে এক ৭ বছরের বালকের মৃত্যু হয়েছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ওই বালকের নাম সঞ্জয় সাহা। বাড়ি পুরাতন মালদহ শহরের বাচ্চা কলোনীতে।
মালদহের রুপ সনাতন মন্দির থেকে রথ বেরোয়। করোনা বিধিনিষেধ না মেনেই শুরু হয় রথযাত্রা।সন্ধের পর রথের দড়িতে টান পড়তেই সামান্য কিছু এলাকায় হুড়োহুড়ি লেগে যায়। আর এই ভিড়ের মাঝে ঢুকে পড়েছিল শিশুটি। প্রথমে চাকার তলায় পড়ে গুরুতর জখম হয়েছিল শিশুটি,তারপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার আরও অবনতি হতে থাকলে চিকিৎসকরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এবং সেখানেই তার মৃত্যু হয়।
মালদহ থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, “সরকারি নির্দেশ উপেক্ষা করে রথযাত্রা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আর কিভাবেই বা এই ঘটনা ঘটলো তাও তদন্ত করে দেখা হচ্ছে।” মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।তিনি এই পুরো ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছেন।
মন্দির কমিটির সম্পাদক দিবাকর ঘোষ বলেন, রথের দড়ি তে টান দেবার সময় ভিড় ছিলো না, রথ ঘুরিয়ে মন্দিরে তোলার সময় এই ঘটনা ঘটে।
প্রশ্ন উঠেছে যে কিভাবে কোভিড বিধি উপেক্ষা করে এতো জন মানুষ রথের দড়ি টানতে জড়ো হলেন৷ আর প্রশাসনই বা কোনো পদক্ষেপ নিলেন না কেন! আবার কমিটির গাফিলতি কে দায়ী করছেন অনেকেই।