বাহক নিউজ ব‍্যুরো: রাজ‍্যের অনগ্রসর শ্রেণীর বেশ বড়ো পদক্ষেপ নিল সরকার‌ । বুধবার নবান্নে মুখ‍্যমন্ত্রী ঘোষণা করেন যে তফসিলী জাতির জন‍্য বাজেট বাড়ানো হল এছাড়া চাকরিক্ষেত্রেও ২২ শতাংশ সংরক্ষণ করা হল পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন‍্য।

নবগঠিত তফসিলী জাতি উন্নয়ন কাউন্সিলের প্রথম বৈঠক হয় এদিন নবান্নে। সেখানেই সব সদস‍্যদের নিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তফসিলী জাতির উন্নয়নে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

তৃতীয়বার রাজ‍্যে ক্ষমতায় আসার পর‌ই schedule caste advisory council তৈরী করেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বুধবার তার‌ই বৈঠক ছিল নবান্নে। উপস্থিত ছিলেন।অনগ্রসর শ্রেণীর জনপ্রতিনিধি তথা বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব‍্যাপারি সহ কাউন্সিলের অন‍্যান‍্য সদস‍্যরাও।

মুখ‍্যমন্ত্রী জানান তফসিলী পড়ুয়াদের জন‍্য ইংরেজী মাধ‍্যম স্কুল তৈরী হচ্ছে। ‘শিক্ষাশ্রী’ প্রকল্পের মাধ্যমে তাদের পড়াশোনার খরচ চলছে। এছাড়া তাদের উচ্চশিক্ষার জন‍্য স্বল্পসুদে ঋণের ব‍্যবস্থাও করবে সরকার। এদিন বৈঠকে কাউন্সিলের সদস‍্যরা একাধিক অসুবিধার কথা বললে চটজলদি সেগুলোর সমাধান ও করেন মুখ‍্যমন্ত্রী।