বাহক নিউজ় ব্যুরো: আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। পুজো হবে এটুকু নিশ্চিত করে বললেও দর্শনার্থীরা রাতে ঠাকুর দেখতে পারবেন কিনা সেটা এখনও বলতে পারেননি।

গতবছরে রাতে দর্শনার্থীরা অন্যান্যবারের মতো ঠাকুর দেখতে পারেননি। ছিল কিছু নিয়মবিধি। এবারেও কি সেরকমই হবে? আজ পুজো কমিটি গুলোর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের দিকে নজর রেখেছিলেন পুজোপ্রেমী বাঙালি। কিন্তুু সেরকম কিছুই জানা গেল না। অন্যান্য বছরের মতো পুজো কার্নিভাল হবে কি না, জানা গেল না সেটিও। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথাই বললেন মুখ্যমন্ত্রী।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

পুজো কমিটিগুলির প্রতিনিধিদের মমতা ব্যানার্জী বলেন, ‘‘আগের বছর সরকার যে সমস্ত নিয়ম ঘোষণা করেছিল, এ বছরও তা কার্যকর থাকছে। ফলে আপনাদের কোনও অসুবিধা হবে না। নিয়ম মেনে পুজো করতে পারবেন।’’ গতবছরের নিয়ম অর্থাৎ খোলামেলা প্যান্ডেল করতে হবে। প্যান্ডেল আশেপাশে মাস্ক ও স্যানিটাইজার রাখতে হবে। এবছরও সেই নিয়ম থাকছে। মমতা আরো বলেন, ‘‘ক্লাব চত্বর স্যানিটাইজ করবেন। অনেক মানুষ পুজো দেখতে আসবেন। সকলের যাতে মাস্ক থাকে, নজর রাখবেন। মণ্ডপের মধ্যে মাস্ক বিলি করার ব্যবস্থাও করতে পারেন।’’

মুখ্যমন্ত্রী আরো যোগ করেন, ” হাতে এখনও কিছুটা সময় আছে। এছাড়া, পুজোর বিসর্জন শুরু হবে ১৫ অক্টোবর থেকে, চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। সেই নিয়ম মেনে ১৮ অক্টোবর পুজোর কার্নিভাল হওয়ার কথা। কিন্তু এ বিষয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’