বাহক নিউজ় ব্যুরো : নিত্য রেল চালানোর দাবীতে আজ মগরা ও পান্ডুয়া স্টেশনে চলল রেল অবরোধ। পরে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যন্ত গ্রাম থেকে শহরমুখী হতে হয় কাজের জন্য। কিন্তু কোভিড উত্তর পরিস্থিতিতে রাজ্য সরকারের লকডাউনের জন্য ট্রেন গুলি চলছেনা। এই অবস্থায় সাধারণ মানুষ পড়েছেন ভীষণ বিপদে। তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ট্রেনই তাদের কাছে সুলভ মাধ্যম। সেই লোকাল ট্রেন এখন বন্ধ। কিছু স্টাফ স্পেশাল লোকাল ট্রেন চলছে বটে, কিন্তু তাতে সবাই উঠতে পারছেন না।
যাত্রীদের আরও অভিযোগ, তাদের স্টেশনের টিকিট কাউন্টার থেকে তাদের টিকিট দেওয়া হচ্ছে না এবং হাওড়া স্টেশনে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। তারা টিকিট দেখালেও তাদেরকে হেনস্থা করা হচ্ছে।
এক অবরোধকারী যাত্রীর বক্তব্য, “আমরা দিন আনি দিন খাই, আমাদের কাজে যেতেই হবে। লকডাউনে আমাদের জমানো টাকায় হাত পড়েছে।মালিককে ট্রেন না চলার কথা বললে তিনি কানেই নেন না। আর আমাদের পক্ষে রোজ রোজ বাসে অটোতে অত পয়সা খরচা করে কাজে যাওয়া সম্ভব নয়।তাই আজ আমরা মগরা ও পান্ডুয়া স্টেশনে রেল অবরোধ করি”
পরে যদিও আরপিএফ এর সহায়তায় এই অবরোধ উঠে যায়। মগরা স্টেশনে প্রতিশ্রুতি দেওয়া হয়, অবশ্যই দৈনিক ও মান্থলি টিকিট দেওয়া হবে।