বাহক নিউজ ব‍্যুরো: রাজ‍্যে স্কুল কলেজ কবে খুলবে এ নিয়ে জল্পনার শেষ নেই, তবে করোনার সংক্রমণ বরাবর বাধা হয়ে দাঁড়িয়েছে।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব‍্যাপারে কথা বললেন তিনি। সাংবাদিকদের জানান ” সব ঠিকঠাক থাকলে পুজোর পর খুলতে পারে স্কুল। আপাতত তো সামনে পুজোর ছুটি রয়েছে। তারপর দীপাবলী -ভাইফোঁটার জন‍্য‌ও ছুটি থাকে। তার আগে তো স্কুল খোলা যাবে না। তবে সেক্ষেত্রে করোনার তৃতীয় ঢেউ এর বিষয়টিও মাথায় রাখতে হবে।”

উল্লেখ্য দেশের একাধিক রাজ‍্যে কোভিডবিধি মেনে স্কুল খুললেও তারপরেই করোনা সংক্রমণের হার উর্দ্ধমুখী হয়ে পড়ে, তাই এই রাজ‍্যে স্কুল খুললে করোনা পরিস্থিতি কি হবে, তাই নিয়ে চিন্তিত মুখ‍্যমন্ত্রী।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount