বাহক নিউজ় ব্যুরো: কৃষক আন্দোলনের নয়মাস কেটে যাওয়ার পরেও প্রত্যাহার হয়নি কৃষি আইন। তাই আজ ফের একবার ভারত বনধের ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। এই বনধকে সমর্থন করছে বাম দলগুলো, কংগ্রেস সহ দেশের আরো বিভিন্ন রাজনৈতিক দল। ভোর ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ১০ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়েছে কিষান মোর্চার পক্ষ থেকে।

কিষান মোর্চা বিজেপি বিরোধী দেশের সমস্ত দলকে রাস্তায় নেমে বনধ সফল করার ডাক দিয়েছে। সকাল হতেই দেশ জুড়ে রাস্তায় নেমেছেন বাম কর্মীরা, রাস্তায় দেখা গিয়েছে কংগ্রেস কর্মীদেরও। বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন ট্রেড ইউনিয়ন, কৃষক সংগঠন, শিক্ষক ও ছাত্র সংগঠন সহ শতাধিক সংগঠন এই বনধকে সমর্থন জানাচ্ছেন। রেল লাইনে অবরোধ চলছে ব্যান্ডেল-কাটোয়া শাখার ভাণ্ডারটিকুরি স্টেশনে, যাদবপুর সহ বিভিন্ন স্টেশনে। বাস চলাচল অন্যদিনের তুলনায় কম। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে বনধের প্রভাব পড়েছে। আজ সকালে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে যাতায়াত করা গাড়িগুলো আটকে দেয় বাম কর্মী-সমর্থকরা।রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্যামনগর থেকে ডোমজুড়, বারাসাত থেকে ধূপগুড়ি প্রায় সর্বত্রই রাস্তায় নেমে বাস ও অন্যান্য গাড়ি চলাচল বন্ধ করেছে বনধ সমর্থনকারীরা। বাজার-হাট, দোকান খোলার ক্ষেত্রে অবশ্য বনধের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়নি। এর পাশাপাশি বনধের প্রভাব পড়েনি ব্যারাকপুর,হাওড়ায়।

রাজ্য সরকার এই বনধের ইস্যু সমর্থন করলেও বনধ সমর্থন করছে না। এই প্রসঙ্গে মমতা ব্যানার্জীর দিকে আঙুল তুলে সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, “স্বাধীনতার পর এত বড় কৃষক আন্দোলন হয়নি, সেই সময়ে দাঁড়িয়ে তৃণমূলের অবস্থানটা কোনদিকে সেটা স্পষ্ট হল।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount