বাহক নিউজ় ব্যুরো: মঈন আলি হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ইনি হলেন ইংল্যান্ডের ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার ‘মঈন আলি’। তাঁর এই হঠাৎ অবসর নেওয়ার কথা বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট মহলে বিতর্কের সৃষ্টি করেছে। এই বিতর্কের মূল কারণ হল আসন্ন অ্যাসেজ সিরিজ। এই সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে থাকবে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। এই মুহূর্তে তিনি অবসর নিয়ে নিলে দলের বেশ ভালো রকমেরই চাপ বাড়বে, তাহলে তিনি কেন অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন? এই প্রশ্নই এখন চারিদিকে।
আন্তর্জাতিক স্তরের বিতর্কের পর অবশেষে অলরাউন্ডার মঈন আলি অবসর গ্রহণের কারণ জানালেন। তিনি জানালেন যে, শুধুমাত্র ক্রিকেট খেলাই তাঁর উদ্দেশ্য ছিল না। আরও এক মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি ইংল্যান্ডের ক্রিকেট দলে যোগ দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে, ইংল্যান্ডের মুসলিমরা যেন তাঁকে দেখে অনুপ্রেরিত হন, ব্রিটিশ মুসলিমদের যেন দৃষ্টিকোণ বদলাক। এই প্রসঙ্গেই তিনি বললেন, “আমাকে দেখে ব্রিটিশ মুসলিমরা অনেক কিছুই সরলভাবে বিশ্লেষণ করতে পারবে। আমাকে দেখে ওঁরা অনুপ্রেরণা পাবে”।
জানেন কি? অধিনায়কত্ব হারানোর ঝুকি নিয়ে অনিল কুম্বলের ক্যারিয়ার বাঁচিয়েছিলেন নাছোড়বান্দা সৌরভ
২০২১ সালে দাঁড়িয়ে মঈন আলির বয়স ৩৪। এই বয়সে এসে তিনি সীমিত ওভারের ফরম্যাটেই খেলা বেশি পছন্দ করবেন জানিয়েছেন। উল্লেখ্য, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাও একটা কারণ। তিনি তাঁর প্রথম টেস্ট ক্রিকেট খেলেছিলেন ২০১৪ সালে ১২ই জুন তারিখে। এরপরে টেস্ট ক্রিকেটের দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন। মোট টেস্ট ম্যাচ খেলেছেন ৬৪টি, এই সমস্ত ম্যাচে মোট রান করেছেন ২৯১৪ এবং উইকেট নিয়েছেন মোট ১৯৫টি। তিনি টেস্ট ক্রিকেটে অপরাজিত হয়ে থেকেছেন সর্বোচ্চ ১৫৫ রানে। ৫৩ রানে ৬ উইকেট নিয়ে তিনি নিজের সেরা বোলিং পারফরম্যান্স দিয়েছিলেন। উল্লেখ্য, তিনি ভারতের সঙ্গে শেষ ম্যাচ খেলেছিলেন চলতি বছরেই, লন্ডনের দ্য ওভালে ২ সেপ্টেম্বর তারিখে।