Bahok News Bureau : আজকাল কাজের চাপ বাড়ছে। আর চাকরিজীবীদের নিয়ে প্রতিদিনই অপ্রীতিকর খবর প্রকাশ্যে আসছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তথ্যপ্রযুক্তি বিভাগে (IT Sector) কর্মরতরাও মানসিক চাপের শিকার হচ্ছেন। কখনও কখনও মানসিক চাপে তারা আত্মহত্যার (Suicide) মতো পদক্ষেপও নিচ্ছে। এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে দিল্লি এনসিআরের নয়ডা (Noida) থেকে। এখানে ১৪২ নম্বর সেক্টরে অবস্থিত একটি আইটি কোম্পানীতে একজন যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কেবিনে ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন ওই কোম্পানীর প্রহরী। আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত। (Suicide News)
থানার ইনচার্জ কী বললেন?
থানার ইনচার্জ বিনীত রানা জানিয়েছেন, শুক্রবার সকালে তিনি খবর পান যে, ১৪২ নম্বর সেক্টরে অবস্থিত গোফার্স ল্যাব (Gophers Lab) নামক একটি আইটি কোম্পানীতে কর্মরত ২২ বছর বয়সী তানিয়া ভগত তার অফিসের কেবিনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই কোম্পানীটি মূলত ওয়েবসাইট (Website) তৈরির কাজ করে। দুর্ঘটনার বিষয়ে নিহতের স্বজনদের জানানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের লোকজন এখনো কোনো অভিযোগ করেননি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রাথমিক তদন্তে কী জানা গেল?
প্রাথমিক তদন্তে জানা গেছে, সাতটার মধ্যে তানিয়া (Tania Bhagat) তার অফিস থেকে বেরিয়েছিলেন। এরপর রাতে আবার অফিসে আসেন এবং ভোর চারটার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সন্ধ্যার পর আর বাড়ি ফেরেননি। সকালে প্রহরী কেবিন চেক করলে তিনি পুলিশকে বিষয়টি জানান। বর্তমানে তার ফোন আনলক করার চেষ্টা চলছে, যাতে সেখান থেকে কিছু তথ্য সংগ্রহ করা যায়। পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের কাছ থেকে কোনো সুইসাইড (Suicide) নোট পাওয়া যায়নি। জানা গেছে, তানিয়া আতহত্যার আগে কোনো বন্ধুর পার্টিতে গেছিলেন। এখন তার মোবাইল ও পার্স বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং তার বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Jalpaiguri Crime News: দলিত বিধবাকে খুনের ভয় দেখিয়ে অপহরণ ও ‘গণধর্ষণ’! কী ঘটেছিল? জানুন বিস্তারিত
Mukhtar Ansari: ২৬ বছরের পুরনো মামলায় মুখতার আনসারি পেল ৫ বছরের সাজা! ঠিক কী ঘটেছিল?
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।