Suryakumar Yadav: পরপর ৩টি 'গোল্ডেন ডাক', টি২০-র রাজা 'সূর্য কুমার' যখন ওয়ানডের সিরিজের 'শূন্য কুমার'!, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: সূর্যকুমারের ভাগ্যে যেন শনির দশা চলছে! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হওয়া ওয়ানডে সিরিজে সূর্য কুমার পরপর তিনবার রানের খাতা খুলতে পারলেন না। তিনবারই প্রথম বলেই আউট হয়ে গেলেন তিনি। মুম্বাই (Mumbai) ও বিশাখাপত্তনামে (Bishakhapattnam) মিচেল স্টার্কের (Mitchell Starc) হাতে আউট হওয়ার পরে চেন্নাইয়ের ওয়ানডেতে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আউট হলেন স্পিনার এস্টন এগারের হাতে। এস্টনের হাতে ক্লিন বোল্ড হলেন সূর্য। সূর্যের এই কাণ্ড কারখানার কারণে তাঁর নাম এক লজ্জাজনক রেকর্ডে নথিভুক্ত হয়েছে।

■ লো বলে ক্লিন বোল্ড:

তিনি এবার ওয়ানডে আন্তর্জাতিক খেলায় পরপর তিনবার প্রথম বলেই আউট হওয়া প্রথম ভারতীয় ব্যাটসম্যানের পরিচিতি লাভ করলেন। লক্ষ্য ছিল ২৭০ রান। এই রান চেজ করতে গিয়ে ষষ্ঠ অবস্থানে মাঠে নামানো হয় সূর্য কুমার যাদবকে। বিগত দুটি ম্যাচে তাঁকে চতুর্থ নম্বরে পাঠানো হয়েছিল। বিরাট কোহলি ৩৬ ওভারে ৫৪ রান বানিয়ে ক্যাচ আউট হন। এই অবস্থায় সবার নজর ছিল ডানহাতি ব্যাটসম্যানের উপর। তীব্র গতিতে অফ সাইডে ছোঁড়া বল নিচের দিকে চলে যায়, যার ফলে সূর্য ফ্রন্টফুটে এসে কাট করতে চাইলেও ব্যর্থ হয়ে যান।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আরও পড়ুন: Mario Molina: গুগল ডুডলে মারিও মোলিনা, কে মারিও মোলিনা? ওজোন স্তর ক্ষয়ের রহস্য ভেদে রয়েছে অবিস্মরণীয় অবদান

■ সূর্য পেলেন নতুন খেতাব :

অদ্ভুত ব্যাপার হল যে ওভারে সূর্য কুমার আউট হলেন, সেটা এস্টনের ১০তম তথা শেষ ওভার ছিল। নবম ওভার পর্যন্ত তিনি তেমন কোনো সফলতা পাননি। কিন্তু, দশম ওভারে পরপর দুইবার বড়ো ধরণের সফলতা পেলেন তিনি। যদিও তাঁর হ্যাট্রিক আর করা হল না।

উল্লেখ্য, ১৯৯৪ সালে শচীন টেন্ডুলকারও পরপর তিনবার ‘শূণ্য’ রানে আউট হয়েছিলেন। তবে সেইবারে তিনি প্রথমে বলে নয়, দ্বিতীয় বলে আউট হয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের নিরিখে কথা বললে, সূর্য কুমার যাদব নিজের নামে তিনটি গোল্ডেন ডাক (Golden Duck) নথিভুক্ত করানোর মাধ্যমের এক বিশেষ তালিকার ১৪তম স্থানে আছেন। এই তালিকায় আর কে কে আছেন? চলুন সেই তালিকাই একবার দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: Nokia New Logo-NokiaC22 & NokiaC32 Features, Price: বদলে গেল নোকিয়ার Logo, লঞ্চ হল লো বাজেটের Nokia C22 ও Nokia C32

■ তালিকা:

১. টোনি ব্লেন: নিউজিল্যান্ড (১৯৮৬)।
২. অ্যালেক স্টিওয়ার্ট: ইংল্যান্ড (১৯৮৯-৯০)।
৩. ইয়ান ব্ল্যাকওয়েল: ইংল্যান্ড (২০০৩)।
৪. নিকোলাস ডি গ্রট: কানাডা (২০০৩)।
৫. বুসী সিম্বাডা: জিম্বাবোয়ে (২০০৩)।
৬. তিনাশে পানিয়াংগারা: জিম্বাবোয়ে (২০০৩)।
৭. অ্যান্ড্রু সাইমন্ডস: অস্ট্রেলিয়া (২০০৩)।
৮. ব্রেট লি: অস্ট্রেলিয়া (২০০৯)।
৯. শেন ওয়াটসন: অস্ট্রেলিয়া (২০০৯)।
১০. জেমস নোচে: কেনিয়া (২০১০)।
১১. দেবেন্দ্র বিশু: ওয়েস্ট ইন্ডিজ (২০১১)।
১২. অ্যালেক্স কিউসেক: আয়ারল্যান্ড (২০১২-১৩)।
১৩. ব্লেসিং মুজরবানী: জিম্বাবোয়ে (২০২১)।
১৪. সূর্য কুমার যাদব: ভারত (২০২৩)।