Bahok News Bureau: শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি থাকেই। অনেকেই ঝুঁকি নিয়ে বিভিন্ন কোম্পানিতে অনেক টাকা বিনিয়োগ করেন, তবে একটা সময় পরে সেই টাকা থেকে তারা লাভ ঘরে তুলতে পারে না। ফলে তাদের অনেক ক্ষতি হয়। এমন অনেক কোম্পানি রয়েছে যেখানে বিনিয়োগ করে একসময় অনেক বিনিয়োগকারীই ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু বর্তমানে পরিবর্তিত পরিস্থিতির কারণে সেই সব কোম্পানির শেয়ারের দাম হুহু করে বাড়ছে। আর এই তালিকার সবচেয়ে উপরে রয়েছে সুজলন এনার্জি। বিনিয়োগকারীদের কাছে এই সুজলন এনার্জি (Suzlon Energy) একসময় তার ওঠা-পড়ার কারণে ‘পাগলা ঘোড়া’ নামেও পরিচিত ছিল। বর্তমানে সুজিয়ন এনার্জি শেয়ার ক্রমাগত বাড়ছে। আসুন জেনে নেওয়া যাক এই শেয়ার সম্পর্কে বিস্তারিত।
বাড়ছে সুজিয়ন এনার্জির শেয়ার:
চলতি বছরে সালে এই শেয়ারটি ২৭১ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে এর দাম ১০ টাকা থেকে বেড়ে প্রায় ৪০ টাকা হয়েছে। ভারতীয় বহুজাতিক এই সংস্থা টার্বাইন তৈরি করে। পুনেতে (Pune) এর হেডকোয়ার্টার। গত এক বছরে এই শেয়ার বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়েছে।গত ছয় মাসে সুজলন এনার্জির শেয়ার ২২৫ শতাংশ বেড়েছে। গত পাঁচ বছরে বেড়েছে ৭৩৮ শতাংশ, তবে গত দুই ট্রেডিং সেশনে পতন লক্ষ্য করা যাচ্ছে। আজ মঙ্গলবার কোম্পানির শেয়ার ১ শতাংশের বেশি কমেছে এবং ৩৯.৬৫ টাকায় বন্ধ হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে, ২০০৫ সালের শেষের দিকে সুজলন এনার্জির শেয়ারের দাম ছিল ৫০০ টাকার বেশি।
যদিও পরবর্তীকালে এই শেয়ারটির বিক্রি লক্ষ্য করা যায় এবং এটি ২০১৯ সালে ২ টাকায় নেমে আসে। গত এক বছরে এই শেয়ারে আশ্চর্যজনক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। কোটাক বলেছে যে, সুজলন এনার্জি এবং বিএইচইএল-(BHEL)এর মতো বিদ্যুত উৎপাদন সরঞ্জাম সরবরাহকারীর শেয়ার মূল্য গত কয়েক মাসে ব্যাপকভাবে বেড়েছে। ব্রোকারেজ মনে করে যে, সৌর-ভিত্তিক শক্তি বনাম বায়ু-ভিত্তিক শক্তির উন্নত অর্থনীতির কারণে ভারতে বড় পরিমাণে কয়লা-ভিত্তিক তাপ উৎপাদন ক্ষমতা বা বায়ু-ভিত্তিক পুনর্নবীকরণযোগ্য ক্ষমতা যোগ করার সম্ভাবনা নেই।
ব্রোকারেজ জানিয়েছে, ২০২০ থেকে ২০৩০ অর্থবছরের জন্য সরকারের পুনর্নবীকরণযোগ্য ক্ষমতার লক্ষ্যমাত্রা এবং সুজলনের (Suzlon Energy) উন্নত আর্থিক অবস্থানের পরিপ্রেক্ষিতে কোটককে আগামী কয়েক বছরে বায়ু-ভিত্তিক উৎপাদন ক্ষমতা যুক্ত করার আশা করছে। গত পাঁচ বছরে ভারতে মোট পুনর্নবীকরণযোগ্য ক্ষমতার ৭৫ শতাংশ সৌর শক্তির জন্য দায়ী।
ISRO-Chandrayaan 3 Update: ইসরোর মাথায় সাফল্যের নয়া মুকুট! ঘরে ফিরলো চন্দ্রযানের অংশ, জানুন বিশদে
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।