বাহক নিউজ় ব্যুরো: তালিবানের হাতে বলি হল ১৩ জন সংখ্যালঘু। এঁরা ‘হাজারা’ সম্প্রদায়ের ছিলেন। মৃতদের মধ্যে ছিলেন আত্মসমর্পণকারী ৯ প্রাক্তন সরকারি সেনানী এবং ১৭ বছর বয়সী এক কিশোরী। ঘটনাটি ঘটেছে ৩০ শে আগস্ট তারিখে। একটি আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃক এমনটাই দাবি করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, মৃত ১৩ জনের মধ্যে ১১ জন আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সৈন্য ছিলেন এবং ২ জন ছিলেন সাধারণ নাগরিক। জানা গেছে, এই ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের ডাইকুন্ডি প্রদেশের খিদির জেলার কাহোর গ্রামে। ‘অ্যামনেস্টি’ নামক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তরফে দাবি করা হয়েছে যে, তাদের কাছে এই ঘটনার প্রমাণরূপে কিছু ছবি ও ভিডিও রয়েছে।
চলতি সপ্তাহে সোমবারে সাংবাদিক বিবৃতির মাধ্যমে সম্পূর্ণ ঘটনাটি অ্যামনেস্টি জনসমক্ষে আনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সেক্রেটারি জেনারেল অ্যাগ্নেস ক্যালামার্ড একটি বিবৃতিতে দাবি করেন, “তালিবানের এই হত্যালীলা প্রমাণ যে তালিবান বদলায় নি। তালিবান সেই তালিবানেতেই আছে, আগের মতোই একই জঘন্য অপরাধ করে চলেছে। তারা একই কাজ বারংবার করার চলেছে, হত্যা করছে। এমনকি, যাঁরা আত্মসমর্পণ করেছে, তাঁদেরকেও মেরে দিচ্ছে তালিবান”।
আরও পড়ুন – ঘুম আসায় সমস্যা ? কোনো ওষুধ ছাড়াই জানুন জলদি ঘুমানোর উপায়