বাহক নিউজ় ব্যুরো: দলীয় কার্যালয়ে আসার সময় ইঁটের আঘাতে মাথা ফেটে আহত তন্ময় ভট্ট্যাচার্য।তবু এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বললেন সিপিএএম নেতা তন্ময়। খড়দহে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে দাবি করলেন প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্ট্যাচার্য।

সাংবাদিক সম্মেলনে তন্ময় ভট্ট্যাচার্য এই ঘটনা প্রসঙ্গে বললেন, “আমার গাড়ি কোনও অনুমতি নেয় নেই। আমার পরিকল্পনা হচ্ছে, আমি ও আমার প্রার্থী এক গাড়িতে থাকব। আমার ইলেকশন এজেন্ট ও অন্য নেতারা এক গাড়িতে থাকবেন। সে জন্য আমার গাড়িটা দূরে ছেড়ে দিয়েছিলাম। আমি হেঁটে আসছিলাম। আমাদের দলীয় কার্যালয়ে ঢোকার মুখেই পিছন থেকে একটা পাথর বা ইট আমার ঘাড়ে এসে পড়ে। আমার প্রচণ্ড আঘাত লাগে। আমি পিছন ফিরে দেখি কালো প্যান্ট পরা, কালো মাস্ক পরা একটি ছেলে দ্রুত হেঁটে যাচ্ছে। আমি কাউকে দেখিনি, তাই তাকেই অভিযুক্ত করছি না। বাকি সবাই সামনেই তাকিয়ে ছিলেন, তাঁদের দেখে অস্বাভাবিক লাগেনি।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বিক্ষিপ্ত অশান্তির কথা উল্লেখ করে ভোট প্রসঙ্গে সিপিএম নেতা বলেন, “আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, এখনও পর্যন্ত নির্বাচন সুষ্ঠভাবে হচ্ছে। তৃণমূল কংগ্রেস বিজেপি কিংবা অন্য কোনও রাজনৈতিক দলের পক্ষে এখনও পর্যন্ত বড় অশান্তির খবর মেলেনি। দু-একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তবে অপূর্বনগরে আমাদের পোলিং এজেন্টকে কাল রাতে ও সকালে বসতে বাধা দেওয়া হয়েছে। মহিষপোতা অঞ্চলেও আমাদের কোনও পোলিং এজেন্ট নেই। সেখানেও আমাদের পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়েছে। রাতে ভয় দেখানো হয়েছে। তেঘরিয়াতেও একটা বুথ বাদ দিয়ে আমাদের কোনও পোলিং এজেন্ট নেই।”

তন্ময় বাবুর মনে হয়েছে তার আক্রান্ত হওয়ার পিছনে দলগতভাবে তৃণমূল নেই, ব্যক্তিগতভাবে এক বা একাধিকজন এই কাজ করেছে, তন্ময় বলেন, “আমার ধারণা তৃণমূলের পাড়ার কয়েকজন মস্তান এ কাজ করেছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দলগতভাবে এই কাজ করেছে বলে আমার মনে হয় না।”

তবে সিপিএম নেতা তন্ময় পানিহাটির তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বলেন, “পানিহাটির ৯৫ নম্বর বুথে তৃণমূল কাউন্সিলর পার্থ। তিনি বুথের ভিতর পর্যায়ক্রমে বারবার ঢুকছেন, বেরোচ্ছেন। কেনই বা প্রিসাইডিং অফিসার সেটায় অনুমতি দিচ্ছেন জানি না।”