বাহক নিউজ় ব্যুরো: রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থা কেনার ব্যাপারে বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে দেখা দিচ্ছে আগ্রহ। এই আগ্রহের ভিত্তিতেই জমা পড়ল এয়ার ইন্ডিয়া কেনার দরপত্র। এই দরপত্র জমা পড়েছে টাটা গোষ্ঠীর তরফে। সরকারি সূত্রে জানা গেছে, দরপত্র সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া বুধবারের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে।

এয়ার ইন্ডিয়ার মালিকানা পেতে টাটা যদি সফল হয়ে যায়, তাহলে সত্যই, এই ঘটনাটিকে কেন্দ্র করে ইতিহাসের পুনরাবৃত্তি হবে। কারণ, স্বাধীনতার আগে এয়ার ইন্ডিয়ার টাটার মালিকানাধীনই ছিল। নাম ছিল ‘টাটা এয়ারলাইন্স’। ১৯৩২ খ্রিস্টাব্দে এয়ার ইন্ডিয়ার মালিকানা পায় টাটা গোষ্ঠী। দেশ স্বাধীন হওয়ার পরে, ১৯৫৩ সাল নাগাদ ভারত সরকারের উদ্যোগে বেসরকারি ‘টাটা এয়ারলাইন্স’ হয়ে যায় রাষ্ট্রায়ত্ব সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’। এবার, ২০২১ সালে দাঁড়িয়ে টাটা যদি আবার এয়ার ইন্ডিয়ার মালিকানা পায়, তাহলে ৬৭ বছর পর তা ইতিহাসের পুনরাবৃত্তিই হবে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ১০০% মালিকানাই বিক্রি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার মোট ঋণ রয়েছে ৪৩ কোটি টাকা। হোল্ডিং লিমিটেডকে এর মধ্যে ২২ হাজার কোটি টাকার অ্যাসেট হস্তান্তরিত করা হয়েছে। দেশজুড়ে বিভিন্ন বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার অধীনে ৪৪০০টি দেশীয় এবং ১৮০০টি আন্তর্জাতিক ল্যান্ডিং ও প্যাকিং স্লট রয়েছে। শুধু দেশেই নয়, বিদেশেও রয়েছে এয়ার ইন্ডিয়ার জায়গা। বিদেশী বন্দরে প্রায় ৯০০টির মতো জায়গা রয়েছে এয়ার ইন্ডিয়ার মালিকানায়।

Published on Thursday, 16 September 2021, 2:49 pm | Last Updated on Thursday, 16 September 2021, 2:51 pm by Bahok Desk