বাহক নিউজ় ব্যুরো: বাবুলের দলবদলকে উত্তপ্ত রাজ্য রাজনীতি। শনিবারে হঠাৎই ‘ফুল’ বদল করেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা তথাগত রায় টুইটারে রাজনৈতিক তীরে বিদ্ধ করলেন বাবুল সুপ্রিয়কে।

তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ বিজেপিকে বিপদে ফেলেছে বিশ্বাসঘাতকরা। বেচারা বাবুল সুপ্রিয়র ওপর রাগ করে আর কী হবে? ও তো প্রথম বিশ্বাসঘাতক নয়! শেষও নয়। কিন্তু মতাদর্শ চিরন্তন। ব্যক্তিপূজা কখনও মতাদর্শকে হারাতে পারবে না। বিপদ কেটে যাবে”।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount


উল্লেখ্য, তথাগতর এই টুইটের জবাবও দেন বাবুল সুপ্রিয়। তিনি তথাগতকে ‘দাদু’ সম্বোধন করার মাধ্যমে জবাবে লেখেন, “অনেক বিষয়ে আপনার আমার সঙ্গে দ্বিমত পোষণ করার অধিকার আছে এবং আপনি যত চান আমার সমালোচনা করতে পারেন, কিন্তু লিঙ্গ কেন দাদু? শুধু কী খবর থাকার জন্য? আপনি আমার সিদ্ধান্তকে ঘৃণা করা অধিকার তখনই অর্জন করবেন, যখন আপনি বুঝতে পারবেন যে আপনাকেও সেটাকে সম্মান জানাতে হবে। এটাই থাম্ব রুল”।

Published on Sunday, 19 September 2021, 1:56 pm | Last Updated on Sunday, 19 September 2021, 3:35 pm by Bahok Desk