Teddy Day 2023 Date, History & Significance: টেডি ডে কবে? ইতিহাস ও বিভিন্ন রঙের টেডির তাৎপর্য, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: আজ ভ্যালেন্টাইন সপ্তাহের (Valentine Week) চতুর্থ দিন। এইদন প্রিয় জনের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে পছন্দের টেডি উপহারস্বরূপ দেওয়া হয়। খুব কম মানুষই হয়তো আছেন, যারা তুলতুলে নরম টেডি বিয়ার (Teddy Bear) পছন্দ করেন না। গোলাপ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু একটা টেডি বিয়ার সর্বদাই আপনার সঙ্গীকে আপনার উপস্থিতি মনে করাতে থাকবে। আপনি কি জানেন? টেডি ডের পিছনেও রয়েছে এক বিশেষ ইতিহাস। চলুন সেই ইতিহাসই জেনে নেওয়া যাক।

টেডি ডের তাৎপর্য (Significance of Teddy Day):

ভ্যালেন্টাইন সপ্তাহের চতুর্থ দিনে তথা ১০ই ফেব্রুয়ারি তারিখে সাধারণত প্রিয় তথা ভালোবাসার মানুষকে টেডি দেওয়া হয়। বিভিন্ন রঙের টেডি বিয়ার দেওয়ার মাধ্যমে প্রিয় মানুষের কাছে নিজের বিশেষ অনুভূতি প্রদর্শন করা হয়। এহেন, কোনো মানুষের কাছে অপর মানুষটির কী গুরুত্ব রয়েছে তা সহজেই বোঝা যায় টেডি আদানপ্রদানের মাধ্যমে। অতঃপর দুই মানুষের মাঝে সম্পর্কের গভীরতা পরিমাপ করতে এই দিনটি বেশ তাৎপর্যপূর্ণ!

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আরও পড়ুন: Turkey Earthquake Death Count: তুর্কির ভুমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ১৭ হাজার, নিস্তব্ধ আর্তনাদের শিকার ‘তাঁবুর শহর’

এই টেডি কখনও ভালোবাসায় সম্মতির বার্তা বহন করে নিয়ে যায়। আবার কখনও বয়ে নিয়ে যায় প্রত্যাখ্যানের বার্তা। কখনও ভালোবাসার গভীরতার বহিঃপ্রকাশ ঘটায়, আবার কখনও বহন করে সম্পর্ক ভেঙে যাওয়ার বার্তা। কিছু ক্ষেত্রে এই টেডির রঙ ইতিবাচক হয়, আবার কিছু ক্ষেত্রে নেতিবাচক। কোন টেডি বিয়ার কী বার্তা বহন করে, চলুন সেটাই বিস্তারে জেনে নেওয়া যাক।

বিভিন্ন রঙের টেডির তাৎপর্য (Significance of Different Colour of Teddy Bear): 

  • গোলাপি টেডি (Pink Teddy): প্রেম প্রস্তাবে সম্মতি প্রদর্শন করতে চাইলে অর্থাৎ ‘হ্যাঁ’ বোঝাতে চাইলে গোলাপি টেডি বিয়ার দেওয়া হয়।

আরও পড়ুন: Chocolate Day 2023 Date, History & Significance: চকলেট ডে কবে? ইতিহাস ও তাৎপর্য

  • লাল টেডি (Red Teddy): এক অপরের প্রতি আবেগ ও ভালোবাসার তীব্রতা ও গভীরতা বোঝাতে লাল টেডি দেওয়া হয়।

  • সবুজ টেডি (Green Teddy): পরস্পরের গভীর সংযোগ, গভীর ভালোবাসা ও অপেক্ষার প্রতীক হিসাবে সবুজ টেডি দেওয়া হয়। 

আরও পড়ুন: RBI Monitary Policy, Repo Rate Hike & its Impact: বাড়ল রেপো রেট! আম জনতার জীবনে এর প্রভাব

  • নীল টেডি (Blue Teddy): সম্পর্কের দৃঢ়তা, গভীরতা, দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি বোঝাতে নীল টেডি উপহারস্বরূপ দেওয়া হয়। 

  • কমলা টেডি (Orange Teddy): আশা, আনন্দ ও আলোর প্রতীক হিসাবে কমলা টেডি বিয়ার ব্যবহার করা হয়।

আরও পড়ুন: Propose Day 2023 Date, History & Significance: প্রপোজ ডে কবে? ইতিহাস ও তাৎপর্য

  • খয়েরি টেডি (brown Teddy): এই টেডি স্থিতিশীলতা ও সমর্থনের প্রতীক।  

  • সাদা টেডি (White Teddy): এই টেডি শান্তি, বিশুদ্ধতা, সরলতা, প্রফুল্লতার প্রতীক। 

আরও পড়ুন: ChatGPT Rival Bard: শুরু AI যুদ্ধ! চ্যাটজিপিটির বিরুদ্ধে ময়দানে নামছে গুগলের ‘বার্ড’

  • বেগুনি টেডি (Purple Teddy): যখন সম্পর্কে আবদ্ধ কোনো ব্যক্তি সম্পর্কে ইতি টানতে চায় এবং নতুন জীবনের দিকে এগিয়ে যেতে চায়, তখন বেগুনি রঙের টেডি দেওয়া হয়। 

  • কালো টেডি (Black Teddy): এই টেডি প্রেম প্রস্তাব প্রত্যাখ্যানের প্রতীক। 

আরও পড়ুন: PK Rosy Life Story, Age & Date of Birth: ‘গদর’ সিনেমার সাকিনার মতো পিকে রোজির কাহিনী, দাউ দাউ করে জ্বলেছিল বাড়ি, বিয়ে করতে হয়েছিল ট্রাক চালককে

তবে প্রত্যেকেরই নিজস্ব একটি পছন্দ থাকে। সেক্ষেত্রে, কোন টেডির রঙ কী অর্থ বহন করে, অনেক সময় লক্ষ্য করার প্রয়োজন পড়ে না। সর্বোপরি প্রিয় মানুষকে তাঁর প্রিয় রঙের টেডি বিয়ার দিয়ে তাঁকে খুশি করে মুখে হাসি ফোটানোটাই টেডি ডে পালন করার উদ্দেশ্যে।

টেডি ডের ইতিহাস (History of Teddy Day): 

টেডি ডের সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট থিওডোর টেডি রুজভেল্টের (Theodore Teddy Roosevelt) নাম ওতপ্রোতভাবে জড়িত বলে মনে করা হয়। কথিত আছে, বহু বছর আগে তিনি ও তাঁর সহকারীরা একবার শিকার করতে বেরিয়ে ছিলেন। তাঁর সহকারীরা সেইসময় একটি ভাল্লুককে বন্দি বানিয়েছিলেন। তিনি যদিও সেই ভাল্লুককে গুলি করে মারতে অনীহা দেখান এবং অসম্মতি প্রদর্শন করেন। নিউ ইয়র্কের (New York) ব্রুকলিনের (Brooklyn) ক্যান্ডি স্টোরের মালিক মরিস মিকটম (Morris Michtom) এই ঘটনার দ্বারা অনুপ্রাণিত হন এবং তৎকালীন প্রেসিডেন্টকে উপহার স্বরূপ একটি ভাল্লুকের খেলনা দেন। নাম দেন ‘টেডি বিয়ার’ (Teddy Bear)। এর থেকেই দিনটি টেডি ডে নাম পেয়েছে বলে দাবি করা হয়।

Published on Friday, 10 February 2023, 3:22 am | Last Updated on Friday, 10 February 2023, 1:47 pm by Bahok Desk