
Table of Contents
Bahok News Bureau: দক্ষিণের রাজ্যে ‘হাতে’র জয়জয়কারে কৃতিত্ব যাচ্ছে রেবন্ত রেড্ডির (Revanth Reddy) উপর। তেলঙ্গানা কংগ্রেসের সুপ্রিমো হিসাবে তিনি যে স্টাইলে কাজ করেছেন, তা নিয়েই এখন শুরু হয়েছে চর্চা। কিন্তু, কী করে কংগ্রেসকে সাফল্যের মুখ দেখালেন তিনি ? (Telangana Election Results 2023)
রেবন্ত রেড্ডি (Revanth Reddy) আসলে কে?
এন চন্দ্রবাবু নায়ডু (N Chandrababu Naidu) নেতৃত্বাধীন তেলুগু দেশম পার্টির রেবন্ত রেড্ডি (Revanth Reddy) দুইবারের বিধায়ক ছিলেন। এই মুহূর্তে মলকাজগিরি লোকসভা কেন্দ্রের প্রতিনিধি। ২০১৭ সালে তিনি কংগ্রেসে যোগ দেন। ২০২১ সালে তেলঙ্গানা কংগ্রেসের প্রধান নির্বাচিত হন তিনি। তাঁকে বরাবর ময়দানে নেমে রাজনীতি করতে দেখা গেছে। একাধিক ইস্যুতে বিআরএস (BRS) সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদও জানিয়েছেন। রেড্ডির পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতৃত্বও। যদিও দলের মধ্যেই তাঁর মধ্যে বিরোধিতা দানা বেঁধেছে। তা সত্ত্বেও তাঁকে বড় মঞ্চের নেতা হিসাবে তুলা ধরা হয়েছে। বড় বড় সভা সমাবেশ করেছেন তেলঙ্গানাজুড়ে এবং বরাবর তাঁকে দলের জাতীয় নেতৃত্বের পাশে দেখা গেছে।
দক্ষিণ রাজ্যে কংগ্রেস প্রভাব :
কংগ্রেস তেলেঙ্গানায় ১১৯ টি আসনের মধ্যে ৬৩ টিতে এগিয়ে রয়েছে। বিআরএস এগিয়ে রয়েছে ৪১ টি আসনে। তেলেঙ্গানা রাজ্য গঠনের পরে, পরপর দুবার ক্ষমতায় এসেছিল কেসিআর-এর দল। তৃতীয় ক্ষমতা ছিনিয়ে নিল কংগ্রেস। বিপুল এই সাফল্যের পর এদিন হায়দরাবাদের কংগ্রেস কার্যালয়ে রেবন্ত রেড্ডিকে আসতে দেখেই ‘সিএম সিএম’ স্লোগান তুলতে থাকেন কংগ্রেস কর্মীরা। কর্ণাটক জয়ের পর তেলঙ্গানায় কংগ্রেসের জয়জয়কারে প্রমাণিত, দক্ষিণে নিজেদের প্রভাব বাড়াচ্ছে কংগ্রেস, এমনই বলছে ওয়াকিবাহল মহল।
ইস্তেহারে কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি :
কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছিল, দল ক্ষমতায় আসলে মহিলাদের প্রতিমাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। এছাড়া এলপিজি সিলিন্ডার ৫০০ টাকায় এবং আরটিসির বাসে তারা বিনামূল্যে যাওয়ার সুযোগ পাবেন। আরো বলেছিল “রাইথু ভরোসা স্কিম” চালু করবে। এই স্কিম অনুসারে কৃষক ও ইজারাধারীদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। ক্ষেতমজুররা প্রতিবছর ১২ হাজার টাকা করে পাবেন। ধানের ওপরে প্রতি কুইন্টালে ৫০০ টাকা করে বোনাস দেওয়া হবে।
ইস্তেহারে কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী,
১) “চেয়ুথা” প্রকল্পে প্রবীণ নাগরিকদের চার হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। এছাড়াও রাজ্যে আরোগ্যশ্রীর অধীনে তাদেরকে দশ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা দেওয়া হবে।
২) “যুব বিকাশ” স্কিমে শিক্ষার্থীদের ৫ লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে। এছাড়াও তেলেঙ্গানার প্রতিটি জেলায় আন্তর্জাতিক স্কুল খোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৩) “ইন্দিরা আম্মা ইন্দলু” স্কিমে বাড়ি তৈরির জন্য বিনামূল্যে জমি এবং পাঁচ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে বলে ইস্তেহারে বলা হয়েছে।
৪) “গৃহ জ্যোতি” প্রকল্পে ২০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।
৫) এছাড়া প্রত্যেক পরিবারের মহিলা প্রধানকে ২ হাজার টাকা করে মাসিক সহায়তা, বিপিএল পরিবারের প্রত্যেক সদস্যকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে বলা হয়েছে।
৬) ১৮ থেকে ২৫ বছর বয়সী স্নাতক বেকার যুবক-যুবতীদের জন্য প্রতিমাসে তিন হাজার করে টাকা। এছাড়াও ছিল বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের প্রতিশ্রুতি।
তেলেঙ্গানার আগে কল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতির মাধ্যমে জনগণকে আকৃষ্ট করেছিল কর্নাটকের কংগ্রেস। এই বছরের শুরুতে সেখানে নির্বাচন হয় এবং কংগ্রেস সেখানে বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে কর্নাটকের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, “কংগ্রেস তাদের সব পরিকল্পনার বাস্তবায়ন করেছে এবং সব গ্যারান্টি পূরণ করেছে।” তেলেঙ্গানায় প্রচারে গিয়ে রাহুল গান্ধীও বলেছিলেন, “দল ক্ষমতায় আসলে তেলেঙ্গানায় মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ছটি গ্যারান্টি আইনে পরিণত করা হবে। এখন কংগ্রেস কবে এই প্রতিশ্রুতি পূরণ করে এখন সেটাই দেখার।”
আরও পড়ুন: Chhoto Jagulia : মোবাইল বাজেয়াপ্ত করায় ছাত্রের হাতে ‘খুন’ শিক্ষাকর্মী
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Sunday, 3 December 2023, 7:06 pm | Last Updated on Sunday, 3 December 2023, 7:06 pm by Bahok Desk








