
Table of Contents
Bahok News Bureau: তেলেঙ্গানার (Telengana) প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K. Chandrashekar Rao) বৃহস্পতিবার রাত ২টোর দিকে বাড়িতে পড়ে গিয়ে চোট পান। এরপর তাঁকে হায়দ্রাবাদের যশোদা হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে (Telangana Assembly Elections) কে. চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতির (BRS) পরাজয়ের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী গত তিন দিন ধরে তাঁর বাড়িতেই ছিলেন। আসুন জেনে নেওয়া যাক তাঁর বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডাক্তাররা কি বলছেন। (Telengana KCR)
ডাক্তার কি বলছে?
ডাক্তাররা সন্দেহ করছেন যে, ৬৯ বছর বয়সী কেসিআর পড়ে যাওয়ার ফলে তাঁর কোমরে ফ্র্যাকচারে হয়েছে এবং অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। কিছু পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছেন ডাক্তাররা। এরপরই জানা যাবে তাঁর হাসপাতালে ভর্তি করা হবে কি না এবং অস্ত্রোপচার করা হবে কিনা। (Telengana KCR)
বিআরএসের পরাজয়
প্রায় এক দশক আগে তেলেঙ্গানা একটি নতুন রাজ্য হিসাবে অস্তিত্ব লাভ করার পর থেকে ভারত রাষ্ট্র সমিতির প্রধান কে. চন্দ্রশেখর রাও মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ২০১৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস, বিআরএসকে হারিয়েছে।২০১৪ সালে তেলেঙ্গানা অস্তিত্বে আসার পর এটি বিআরএসের প্রথম পরাজয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, কংগ্রেস ১১৯ সদস্যের বিধানসভায় ৬৪টি আসন জিতেছে এবং ৩৯.৪০ শতাংশ ভোট পেয়েছে। অপরদিকে বিআরএস ৩৯টি আসনে জয়ী হয়েছে এবং ৩৮.৩৫ শতাংশ ভোট পেয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হয়েছিল ৩০শে নভেম্বর এবং ভোট গণনা অনুষ্ঠিত হয়েছিল ৩রা ডিসেম্বর। নির্বাচনে বিআরএস ৮৮টি আসন জিতেছিল এবং ৪৭ শতাংশ ভোট পেয়েছিল, যেখানে এই নির্বাচনে বিআরএস প্রায় ১০ শতাংশ ভোট হারায়। আবার ২০১৮ সালে কংগ্রেস ১৯টি আসন জিতেছিল এবং ২৮.৩ শতাংশ ভোট পেয়েছিল। তবে, কংগ্রেস গত নির্বাচনের চেয়ে এই নির্বাচনে ১১ শতাংশ বেশি ভোট পেয়েছে।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Friday, 8 December 2023, 2:39 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:19 pm by Bahok Desk








