বাহক নিউজ় ব‍্যুরো: গার্ডেনরিচ এলাকার FCI গোডাউনে শনিবার সকালে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের ১০ টি ইঞ্জিন। কালো ধোঁয়ার ঢেকে গিয়েছে দমকলের ১০ টি ইঞ্জিন। গার্ডেনরীচের রামনগর এলাকার ফুড কর্পোরেশনের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে, তেতরে কেউ আটকে আছে কি না সে বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না।

এই ঘটনার ফলে বন্ধ হয়েছে তারাতলা রোড। সকাল ১০ টা নাগাদ ময়লা ডিপো ও তার পাশে গুদামে আগুন লাগে। পরপর ১০ টি গোডাউনে আগুন লেগেছে বলে সূত্রের খবর। প্রথমে আগুন লাগে তৃতীয় গুদামে তারপর পরপয ১০ টি গোডাউন আগুনের গ্রাসে চলে যায়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী এখনো পর্যন্ত দমকলের ২০ টি ইঞ্জিন ওখানে পৌঁছেছে। তবুও আগুন নিয়ন্ত্রনে আনা যায়নি। এই মুহূর্তে গোটা এলাকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে গুদামে মজুত করা সমস্ত কিছু। ক্ষয়ক্ষতির সার্বিক ছবিটা অবশ‍্য এখনো পাওয়া যায়নি।

দমকল সূত্রে খবর এই গুদামগুলি এখন এফসিআ এর খাদ‍্য মজুতের কাজে ব‍্যবহার করা হয়না। এখন এই গুদামগুলি পোর্টের ব‍্যক্তিগত মালিকানায় লিজ নেওয়া। টায়ার -টিউবসহ বহু দাহ‍্য পদার্থ এখানে মজুত ছিল বলে মনে করা হচ্ছে।

Published on Saturday, 11 September 2021, 12:50 pm | Last Updated on Saturday, 11 September 2021, 12:50 pm by Bahok Desk