বাহক নিউজ় ব্যুরো: সপ্তাহের প্রথম দিনের সূচনাতেই ভয়াবহ অগ্নিকান্ড। একটি প্যাকিং কারখানায় কাজ চলাকালীন এ দিন ভোরে আচমকা আগুন । সেই সময় শ্রমিকরা পাঁচতলায় কাজ করছিলেন ,আগুনের জেরে নিচে পালানোর পথ না পেয়ে অনেকেই জানলা থেকে ঝাঁপ দেন । ঘটনায় এখনো অব্দি একজনের মৃত্যুর খবর মিলেছে।
অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গুজরাটের কাদোদরা-র ভারেলীতে। সেখানেই জিনিসপত্র প্যাকিং-এর একটি কারখানা রয়েছে। সেখানেই এদিন সকালে আচমকাই আগুন লেগে যায় । সেই সময়ে ভেতরে প্রায় ১৫০ জন শ্রমিক ছিলেন। হঠাৎ পোড়া গন্ধে তারা বুঝতে পারেন যে আগুন লেগেছে। অধিকাংশ শ্রমিক পাঁচ তলায় থাকায় নিচে আসতে পারছিলেন না। ওখানেই আটকে পড়েন তারা।
আরও পড়ুন – স্পেসওয়াকে চীনের প্রথম মহিলা, ‘স্বর্গীয় প্রাসাদে’ থাকবেন ছ’মাস
এদিকে স্থানীয় বাসিন্দারা কারখানা থেকে কালো ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেন । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের কয়েকটি ইঞ্জিন, কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় আরো দমকল বাহিনী ডাকা হয় বর্তমানে দমকলের দশটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।
ভেতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য দমকল বাহিনীর হাইড্রোলিক লিফট এর ব্যবহার করেছে বলে জানা গিয়েছে। শতাধিক শ্রমিক কে এখন অব্দি হাইড্রোলিক লিফট এর মাধ্যমে উদ্ধার করা হয়েছে । তবে আগুনের আঁচ বাড়ায় আপাতত উদ্ধারকার্য স্থগিত রাখা হয়েছে। দমকল কর্মীরা জানিয়েছেন এখন অব্দি মোট ১২৫ জন শ্রমিককে কারখানা।থেকে উদ্ধার করা হয়েছে, আর কেউ আটকে নেই বলে মনে করা হচ্ছে ।
তবে কি করে এত বড় আগুন লাগল তা এখনো জানা যায়নি। কারখানার শ্রমিকদের অনুমান শর্ট সার্কিট বা অন্য কোন কারণে লাগতে পারে। কারখানার ভিতরে প্যাকিংয়ের জন্য প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুত থাকে সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।