Bahok News Bureau: আজ অর্থাৎ রবিবার সকালে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালো অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। ঘটনাটি জম্মু-কাশ্মীরের (Terrorist attack in Jammu-Kashmir) বারামুল্লায় জেলায় ঘটেছে। ওই পুলিশ কর্মীর নাম মহম্মদ শফি। কাশ্মীর পুলিশ জানিয়েছেন, আজ বারামুল্লার (Baramulla) এক মসজিদে নামাজ পড়ছিলেন কাশ্মীরের অবসর প্রাপ্ত পুলিশ মহম্মদ শফি (Shri Mohd Shafi)। নামাজ পড়ার সময় সন্ত্রাসীরা তাঁর উপর গুলি চালায়। এই গুলিতেই প্রাণ হারিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার (Retired Police Officer Shot Dead by Terrorists )।
ঘটনাটির পর এলাকায় বেশ চঞ্চল্যকর পরিস্থিতি তৈরী হয়েছে। কাশ্মীর পুলিশ দ্বারা এলাকাটি ঘিরে রাখা হয়েছে। কাশ্মীর জোন পুলিশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সন্ত্রাসীরা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার শ্রী মোহম্মদ শফির উপর, শেরি বারামুল্লায় গান্টমুল্লা মসজিদে আজান দেওয়ার সময় গুলি চালায় এবং আহত হয়ে মারা যায়।” ঘটনাটির পর কাশ্মীর পুলিশ গান্টমুল্লা বারামুল্লা এলাকা ঘেরাও করেছে ।
সন্ত্রাসীর হাতে পুলিশের মৃত্যু এটাই প্রথম নয়। এর আগেও এমন বহু ঘটনা ঘটেছে। সাম্প্রতিক কালে জম্মু-কাশ্মীরে এমন ধরণের বেশ কিছু হত্যার ঘটনা ঘটেছে। ডিসেম্বরের শুরুতে শ্রীনগরে এমনই এক ঘটনা ঘটেছিল। যেখানে সন্ত্রাসীর গুলিতে প্রাণ হারিয়েছে এক পুলিশ কনস্টেবেল। ওই নিহত পুলিশ কনস্টেবেলের নাম ছিল মোহাম্মদ হাফিজ চাদ। এই ঘটনাটি ঘটেছিল হামদানিয়া কলোনি বেমিনায়। গত অক্টোবর মাসেও এক পুলিশ পরিদর্শককে সন্ত্রাসীর হাতে প্রাণ হারাতে হয়েছিল।
কংগ্রেসের মুখপাত্র রবীন্দ্র শর্মা (Congress Spokesperson Ravindra Sharma) এই হত্যার নিন্দা করে বলেছেন যে, “এটি জিহাদ নয়, এটি মানবতার হত্যা এবং নিছক সন্ত্রাস”। গতকাল .সন্ত্রাসীর একটি দল ভারী অস্ত্র নিয়ে আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তবে ভারতীয় সেনাবাহিনী গতকাল ভোরে সন্ত্রাসীদের উপর গুলি চালায় এবং এক সন্ত্রাসী মারা যায়। এই ঘটনার একদিন পর জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় মৃত্যু হলো অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের (Terrorist attack in Jammu-Kashmir)।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Sunday, 24 December 2023, 12:12 pm | Last Updated on Sunday, 24 December 2023, 12:12 pm by Bahok Desk









