Terrorist Gurpatwant Singh Pannun
Terrorist Gurpatwant Singh Pannun: শিখ সন্ত্রাসবাদী নেতা পান্নুনকে হত্যার চেষ্টা করে US! ভারতে জারি সতর্কতা! কেন এই সতর্কতা? কে এই পান্নুন? জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: ভারতে খালিস্তানপন্থি শিখ সন্ত্রাসবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের (Terrorist Gurpatwant Singh Pannun) বিরুদ্ধে সন্ত্রাস-বিরোধী আইনে মামলা দায়ের করেছে জাতীয় তদন্ত সংস্থা (NIA)।

সন্ত্রাসবাদী পান্নুন আসলে কে? (Who is Gurpatwant Singh Pannun?) 

গুরুপতবন্ত সিংহ পান্নুন (Terrorist Gurpatwant Singh Pannun) নিষিদ্ধ খলিস্তানপন্থি সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর নেতা। এয়ার ইন্ডিয়াকে তিনি হুমকি দেওয়ার পরই নিরাপত্তা বাহিনী সতর্ক হয়ে যায় বলে জানিয়েছে এনআইএ। ভারত এসএফজি কে ২০১৯ সালে নিষিদ্ধ ঘোষণা করে এবং এর নেতা পান্নুনকে ২০২০ সালে জঙ্গি ঘোষণা করে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য-সহ কয়েকটি দেশে সক্রিয় রয়েছে এসএফজে। ভারতের পাঞ্জাবে ‘স্বাধীন ও সার্বভৌম’ রাষ্ট্র গড়ার দাবি তুলেছে তারা। পান্নুন যুক্তরাষ্ট্রের অধিবাসী বলে আগেই জানিয়েছিল এনআইএ। গণমাধ্যমে বলা হয়েছে, তার যুক্তরাষ্ট্র এবং কানাডার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডায় এসএফজে এর কার্যালয় আছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

২০১৯ সাল থেকেই এনআইএ-র নজরদারিতে রয়েছেন পান্নুন। ওই বছরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তার বিরুদ্ধে প্রথম মামলা করেছিল। তার বিরুদ্ধে হুমকি দেওয়া, পাঞ্জাব এবং ভারতের অন্যান্য অংশে সন্ত্রাস ছড়ানোর মতো অভিযোগ ছিল। ভারতের রেলওয়ে এবং থারমাল পাওয়ার প্ল্যান্টে বিঘ্ন ঘটনোর হুমকিও এর আগে দিয়েছিলেন পান্নুন। তবে আন্তর্জাতিক পুলিশ ইন্টারপোল তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির ভারতের অনুরোধ দুইবার ফিরিয়ে দিয়েছে বলে গতবছর অক্টোকরে জানিয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা।

NIA সংস্থা পান্নুনের পরিকল্পনা সম্পর্কে কি জানালো?

সোমবার এক বিবৃতিতে এনআইএ (NIA) বলেছে, পান্নুনের বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্র, দুই গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো, ফৌজদারি হুমকির অভিযোগে অবৈধ প্রতিরোধ আইন ১৯৬৭ এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। কারণ, সম্প্রতি একটি ভিডিওতে এয়ার ইন্ডিয়াকে বিশ্বের কোথাও কাজ করতে না দেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি এই এয়ারলাইন্সের বিমানে যারা ভ্রমণ করবে, তাদের জীবন বিপন্ন হতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি।

এনআইএ (NIA) জানায়, পান্নুন গত ৪ নভেম্বরে প্রকাশিত ভিডিও বার্তায় বিশ্বব্যাপী এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অবরোধ গড়ে তোলার হুমকি দিয়েছিলেন। শিখদেরকে ১৯ নভেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠার জন্যও সতর্ক করে তিনি বলেছিলেন, এই এয়ারলাইন্সের বিমানে ভ্রমণ করলে তাদের জীবন বিপন্ন হতে পারে। ভিডিওটি এ মাসে স্যোশাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়েছে। বার্তা সংস্থা রায়টার্স এই ভিডিও বার্তা নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি। পান্নুনের খলিস্তানপন্থি সংগঠন শিখ ফর জাস্টিসও (SFG) তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি এয়ার ইন্ডিয়াও।

পান্নুনকে হত্যার চক্রান্তে ব্যর্থতা

সম্প্রতি ইউএস কর্তৃপক্ষ আমেরিকার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার একটি চক্রান্ত ব্যর্থ করেছে বলে জানা গেছে। কর্মকর্তারা এ বিষয়ে ভারতের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে সতর্কবার্তা জারি করেছেন বলেও মনে করা হচ্ছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) তাকে এয়ার ইন্ডিয়ার যাত্রীদের হুমকি দেওয়ার জন্য মামলা করার মাত্র কয়েকদিন পরে এই বিকাশ ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ফেডারেল প্রসিকিউটররাও (US federal prosecutors) ষড়যন্ত্রের অন্তত একজন অভিযুক্ত অপরাধীর বিরুদ্ধে সিলমোহর করা অভিযোগ দায়ের করেছেন। প্রকাশনাটি বিষয়টির সাথে পরিচিত একজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে যোগ করেছে যে, অভিযোগে অভিযুক্ত ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে গেছেন বলে বিশ্বাস করা হয়। তবে নতুন দিল্লিতে সাম্প্রতিক বিক্ষোভের কারণে হামলাকারীরা তাদের পরিকল্পনা পরিত্যাগ করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: Uber Bus: শহরের যাত্রীদের জন্য সুখবর! কলকাতার বুকে চলবে উবের বাস, জানুন বিশদে

আরও পড়ুন: Bangalore Girl Harassment Case: মেয়েকে হেনস্থার জেরে প্রেমিককে খুন করেন বাবা! জানুন বিশদে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)