
Table of Contents
Bahok News Bureau: অবশেষে প্রকাশ্যে এলন মাস্কের সাইবারট্রাকের দাম। টেসলা (Tesla) বিশ্বের এক নম্বর বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারকের মধ্যে একটি। টেসলার সিইও এলন মাস্কের নতুন আবিষ্কার টেসলা সাইবারট্রাক (Tesla Cybertruck)। ট্রাক হলেও এই গাড়িতে রয়েছে সুপারকার সমান শক্তি। জানা গেছে এই যানবাহনে থাকতে চলেছে ভেহিকেল-টু-ভেহিকেল চার্জিং। যার অর্থ অন্য গাড়ির সঙ্গে কানেক্ট হলেই এই সাইবারট্রাক চার্জ হবে। আসুন জেনে নেওয়া যাক এর দাম এবং বৈশিষ্ট্য।
টেসলা সাইবারট্রাকের দাম (Tesla Cybertruck Price)
১লা ডিসেম্বরে তথা শুক্রবারে প্রকাশ্যে টেসলার এই অত্যাধুনিক গাড়ির দাম। টেসলা সিইও এলন মাস্ক এই দিন এই গাড়ির দাম ঘোষণা করেন। টেক্সাসের গিগাফ্যাক্টরিতে আয়োজিত এক ইভেন্টে সাইবার ট্রাকটি প্রকাশ্যে আনা হয়। ২০১৯ সালে বিশ্বের সামনে আনা হয় টেসলার সাইবার ট্রাক। সেই সময় যা দামের ধারণা দেওয়া হয়েছিল তার তুলনায় দাম প্রায় ৫০ শতাংশ বেশি দেখা গিয়েছে ঘোষিত দামটি।
টেসলা সাইবারট্রাকের বেড়েছে দাম
ক্রেতাদের সংখ্যা প্রায় ২০ লাখ। এই সাইবারট্রাক চার বছর ধরে যারা বুক করেছেন তাদের এবার ৫১ লাখ টাকা দিতে হবে। এই পিকআপ ট্রাকের দাম প্রায় কোটি টাকা। এই সাইবার ট্রাকের মাল বওয়ার ক্ষমতা যথেষ্ট। রয়েছে বেশ কিছু ফিচারও।

টেসলা সাইবারট্রাকের বৈশিষ্ট্য (Tesla Cybertruck Features)
আল্ট্রা হার্ড স্টেইনলেস স্টিলের পরত রয়েছে গাড়িটিতে, যাতে কোনো আঘাতে ক্ষতি না হয়। এর কাঁচগুলোও বিশেষভাবে প্রস্তত। পেলোডের ক্ষমতা ১১৩৪ কেজি। রয়েছে ১৮.৫ ইঞ্চির টাচস্ক্রিন। মাত্র ১৫ মিনিটে ব্যাটারি এতটাই চার্জ হবে যে, ব্যবহারকারী ট্রাক থেকে ২১৮ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন। টেসলা সিইও ইলন মাস্ক জানিয়েছে, ১০ লাখ ট্রাকের প্রি অর্ডার পেয়ে গেছে।
টেসলা সাইবারট্রাকের ভ্যারিয়েন্ট (Tesla Cybertruck Variant)
শুরুতে তিনটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে এই বৈদ্যুতিক ট্রাক। রিয়েল হুইল ড্রাইভ (RWD), ডুয়াল মোটর সাইবারবিস্ট এবং অল-হুইল ড্রাইভ (AWD) ভেরিয়েন্ট রয়েছে। আপাতত শুধু অল হুইল ড্রাইভ মডেলই বিক্রি করছে টেসলা। বলা হচ্ছে যে, সিঙ্গেল মোটর রিয়েল হুইল ড্রাইভ ভেরিয়েন্ট ২০২৫ সালের মধ্যে বাজারে আসবে।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।