বাহক নিউজ় ব‍্যুরো: আরো একবার মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা‌। এবার স্কুলে ঢুকে প্রিন্সিপালকেই গুলি করলো প্রাক্তন ছাত্র। শুক্রবার টেক্সাসের একটি স্কুলে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তবে কোনো পড়ুয়া  বা ছাত্র আহত হয়নি বলে খবর। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে টেক্সাসের হিউস্টনে ইয়েস প্রেপ সাউথ‌ওয়েস্ট সেকেন্ডারি স্কুলে শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ ই স্কুলে ঢুকে পড়ে এক বছর পঁচিশের যুবক। সরাসরি প্রিন্সিপালের ঘরের সামনে উপস্থিত হয়ে বন্ধ কাঁচের দরজার ওপার থেকেই প্রিন্সিপালকে গুলি করে সে। এরপর গোটা স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই ঘটনায় প্রথমে মনে করা হয়েছিল স্কুলের কোনো সাফাইকর্মীকে গুলি করা হয়েছে কিন্তু পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ জানায় স্কুলের প্রিন্সিপাল আহত হয়েছেন। গুলিটি তাঁর পিঠে লাগার ফলে তিনি বেঁচে গেলেও তাঁর অবস্থা সংকটজনক।

স্থানীয় পুলিশ গুলি চালানোর ঘটনার কিছুক্ষণের মধ‍্যেই ওই প্রাক্তন ছাত্র কে গ্রেফতার করে। ওই যুবকের নাম প্রকাশ করা না হলেও জানা গেছে ২৫ বছর বয়সী ওই ছেলেটি ওই স্কুলের‌ই প্রাক্তন ছাত্র। প্রিন্সিপালের সাথে তার ব‍্যক্তিগত কোনো শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন – মৃত‍্যুদন্ড হল জাপানের ‘ব্ল‍্যাক উইডো’র, নিজের চার স্বামীকে হত‍্যা করেছিলেন তিনি

বন্দুকবাজের এই হামলায় স্কুলের পড়ুয়ারা অত‍্যন্ত ভীত হয়ে পড়েছিল। তাদের অভিভাবকরা সুরক্ষিত ভাবে তাঁদের বাচ্চা দের ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

এই ঘটনার পর স্কুলের আশেপাশের পুরো এলাকা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের আপাতত বাড়িতেই থাকার অনুরোধ করা হয়েছে। আপাতত হিউস্টন পুলিশ পুরো এলাকা জুড়ে টহল দিতে শুরু করেছে এবং এই ঘটনায় আরো কেউ যুক্ত ছিল কি না সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।