বাহক নিউজ় ব্যুরো: তিনবছর পর আইপিএলের প্লে-অফে খেলতে নামছে কেকেআর। ফাইনালে উঠতে গেলে পরপর দুটো ম্যাচ জিততে হবে মর্গ্যানের দলকে। আজ জিতলে তবেই সুযোগ থাকবে দিল্লি ক্যাপিটালসকে পরের ম্যাচে হারিয়ে ফাইনালে পৌছানোর। তবে, শাকিবকে আর পাওয়া যাবে না। পাওয়া যেতে পারে ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেলকে।
ডু অর ডাই ম্যাচে জিততেই হবে আজ, তাই শাকিব বা রাসেল যে কোনো একজন অলরাউন্ডারকে খেলাতে চাইছিল কেকেআর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে শাকিবকে আজই যোগ দিতে হবে বাংলাদেশের বিশ্বকাপের টিমে। রাসেলকে আজ পাওয়া যেতে পারে, কেকেআর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। লীগের শেষ ম্যাচে আরসিবিকে হারায় কেকেআর, প্লে-অফে নামার আগে তাই কিছুটা আত্মবিশ্বাসী কেকেআর শিবির, তবে বাড়তি সতর্কও থাকছে তারা, কারণ ক্রিকেটে প্রতিটা দিনই আলাদা।
আরও পড়ুন – পুজোর পরে আসছে পুজোর ছবি, ‘একান্নবর্তী’ পরিবারের গল্প বলবেন মৈনাক ভৌমিক
হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজদের ভালো ফর্ম রয়েছে, অন্যদিকে ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠীরাও দুরন্ত ফর্মে আছেন। রানে ফিরেছেন শুভমন গিল। অন্যদিকে বিরাট,ডিভিলিয়ার্স, ম্যাক্সওয়েলের মতো হেভিওয়েট ব্যাটসম্যানরা রানের মধ্যে আছেন। আবার শিবম মাভি, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তীরা কেকেআরের বোলিংকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। তাই একটা ভালো ম্যাচ হতে চলছে একথা বলাই যায়।
রাসেলকে দেখা গিয়েছে সমুদ্র সৈকতে সময় কাটাতে। আজ মিডল অর্ডারে রাসেল ফিরে এলে কেকেআরের ব্যাটিং গভীরতা অনেকটাই বাড়বে। মরু শহরে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট পেতে ঝাপাবে দুই শিবির।