বাহক নিউজ় ব্যুরো: দিনে দুপুরে একেবারে ভয়াবহ কান্ড সোনারপুর স্টেশন চত্বরে। স্ত্রীকে মেরে পালালো স্বামী । এমনটাই অভিযোগ। স্ত্রীর শরীরের বিভিন্ন জায়গায় কেটে গিয়েছে । স্থানীয় বাসিন্দাদের দাবি স্ত্রীর হাতে মুখে এলোপাথাড়ি ব্লেড চালায় তার স্বামী। তার ডান হাত ও মুখে গভীর ক্ষত তৈরি হয়েছে।
মহিলার নাম কনক দাস। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি সোনারপুর চন্ডীতলা এলাকায় ওই দম্পতি ভাড়া থাকেন। আদপে তারা গোসাবার বাসিন্দা ।সোনারপুর স্টেশনে ট্রেন থেকে নেমে তারা নিজেদের মধ্যে ঝগড়া করছিলেন । স্বামী দেবকুমার দাস মদ্যপ অবস্থায় ছিল বলে বাসিন্দাদের দাবি ।ঝগড়া চলাকালীন আচমকা ব্লেড চালায় স্বামী। এরপর এলাকা থেকে চম্পট দেয় ওই ব্যক্তি।
স্থানীয় বাসিন্দা দুলাল প্রামানিক বলেন, ‘ওদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। একজন বলছিল বাড়ি চলো, অপরজন বলছিল যাব না । এই নিয়ে ওদের ঝগড়া হচ্ছিল। তার পরই শুনেছি ব্লেড দিয়ে মেরে দিয়েছে। আমি পেছন ফিরে কাজ করছিলাম ঠিক বুঝতে পারিনি। তারপর লোকটা চলে গেল। বউটার হাত থেকে রক্ত বের হচ্ছিল । আমরা বললাম থানায় চলে যাও।’
এদিকে ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয় । পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ওই দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকত। তবে এদিন চরমে ওঠে তারই পরিণতিতে ব্লেড চালায় এই ব্যক্তি।