Table of Contents
Bahok News Bureau: এই দেশের বিচার ব্যবস্থা যেন লাল ফিতের বাঁধন। বিচার চাইতে চাইতে মানুষের মৃত্যু হয় যায় তবু সুবিচার সব সময় দ্রুত আসে না। এবার খোদ ভারতের একজন বিচারপতি র সঙ্গে ঘটলো এমন অপ্রীতিকর ঘটনা (Sexual Harassment), যার জন্য বিচার চেয়ে বিচার না পেয়ে এবার প্রদান বিচারপতির কাছে (CJI) ইচ্ছামৃত্যু র অনুমতি চাইলেন তিনি।
কি ঘটেছিল?
ডি.ওয়াই. চন্দ্রচূড় কে চিঠি লিখে মহিলা বিচারপতি জানিয়েছেন, বারাবাঙ্কিতে পোস্টিং চলাকালীন জেলা জজ তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছিলেন। তিনি ওই মহিলা বিচারপতিকে রাতে দেখা করতে বলেন। মহিলা বিচারপতি আরও বলেছেন যে তিনি এই বিষয়ে একাধিকবার অভিযোগ করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত তার অভিযোগের কোনও শুনানি হয়নি। এতে হতাশ হয়ে তিনি প্রধান বিচারপতিকে(CJI) চিঠি লিখেছেন।
দেশের প্রধান বিচারপতির কাছে এক নারী বিচারপতির লেখা খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। চিঠিতে তিনি জানিয়েছেন, তিনি ছয় মাস আগে তার আগের তার সিনিয়র বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির (Sexual Harassment) অভিযোগ করেছেন। দুই পৃষ্ঠার চিঠিতে তিনি লিখেছেন, তিনি দীর্ঘদিন এই ঘটনার জেরে ভুক্তভুগী। কিন্তু বিচার ব্যবস্থার এই অবস্থা দেখে তিনি হতাশ। সুষ্ঠু তদন্তের কোনো আশা নেই বলেই তিনি ইচ্ছামৃত্যু চেয়েছেন। তিনি বলেছেন, “আমি শুধু সুষ্ঠু তদন্ত চেয়েছি।” তিনি দাবি করেছেন যে তিনি আত্মহত্যারও চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তিনি আরও লিখেছেন, ‘আমার আর বাঁচার ইচ্ছা নেই। গত দেড় বছরে আমি জীবন্ত লাশে পরিণত হয়েছি’।
চন্দ্রচূড়ের প্রতিক্রিয়া:
উত্তরপ্রদেশের মহিলা বিচারপতির প্রধান বিচারপতিকে লেখা চিঠি নিয়ে ব্যবস্থা নিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার গভীর রাতে প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল অতুল এম কুর্হেকারকে এলাহাবাদ হাইকোর্টের কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠান। মহিলা বিচারপতির দেওয়া সমস্ত অভিযোগের তথ্য চেয়ে এলাহাবাদ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি লিখেছেন এসজি। মহিলা বিচারপতির চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সুপ্রিম কোর্ট এই পদক্ষেপ নিয়েছে।আশা করা যায় এবার হয়তো ওই বিচারপতি তাঁর যোগ্য বিচার পাবেন।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।