বাহক নিউজ় ব‍্যুরো: চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রতবাবু ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। পুজোর পর থেকে‌ই অসুস্থ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়।

২৪ শে অক্টোবর কিছু শারীরিক পরীক্ষার জন্য তিনি এসএসকেএম হাসপাতালে যান। ডাক্তারবাবুরা সেদিনই তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন । সেদিন থেকে উডবার্ণ ওয়ার্ডে চিকিৎসা চলছিল তা‌ঁর। সুব্রতবাবুর সিওপিডির সমস‍্যা অনেকদিনের । পূজার মধ্যে সেটা কিছুটা গুরুতর হয়ে ওঠে । ভর্তি হওয়ার কয়েক দিন পর তাঁকে বাইপ‍্যাপ সাপোর্ট দিতে হচ্ছিল। এ দিন বিকেল থেকেই তাঁর শারীরিক অবস্থা অবনতি হয়। শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানলেন এই তৃণমূল কংগ্রেস নেতা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount