বাহক নিউজ় ব‍্যুরো: সৌদি আরব ও বাহরাইন থেকে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। সৌদি আরব থেকে লেবাননের রাষ্ট্রদূতকে দেশ ছেড়ে যেতে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে লেবানন থেকে সব ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলা সম্পর্কে লেবাননের তথ্যমন্ত্রী সমালোচনার জেরেই এই পদক্ষেপ নেয় রিয়াদ।।নিজের দেশের নাগরিকদের লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে সৌদি আরব। পাশাপাশি বৈরুতে বসে থাকা নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে ।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এদিকে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একই কারণে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ।এছাড়া দেশটির রাষ্ট্রদূত কে দুইদিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে সৌদি সরকার জানান লেবানন কর্তৃপক্ষের ভুল পদক্ষেপের কারণে রিয়াদ ও বৈরুতের মধ‍্যে যে সম্পর্কের অবনতি হয়েছে তার জন্য সৌদি সরকার দুঃখিত। বিবৃতিতে দাবি করা হয় দীর্ঘদিন ধরে সৌদি আরব লেবাননের সঙ্গে সুসম্পর্ক চাইলেও লেবানন কর্তৃপক্ষ বিষয়টি উপেক্ষা করার কারণে এই অবস্থা তৈরি হয়েছে।