বাহক নিউজ় ব‍্যুরো:  ডায়মন্ড হারবারের খালে দেখা মিললো বিরল প্রজাতির ‘কুমির মাছে’র ।এদিন সকালে লেনিননগর ঘাটে বিশাল আকারের একটি কুমির মাছ দেখতে পাওয়া যায়। চলতি কথায় একে কুমির মাছ বললেও এর পোষাকি নাম অ্যালিগেটর গার।

একে জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে কারণ পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যেগুলো সুদূর অতীতে জন্ম নিয়েছে তারপর কোন পরিবর্তন ছাড়াই এখনো টিকে রয়েছে । কিন্তু তাদের সমসাময়িক প্রাণীরা ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গিয়েছে। তাই এধরনের প্রাণীদের জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে। অ্যালিগেটর গার যার মধ্যে অন্যতম।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এখনো পর্যন্ত অ্যালিগেটর গারের যেসব ফসিল খুঁজে পাওয়া গিয়েছে সেগুলির বয়স প্রায় ১০ কোটি বছর বলেই ধারণা। বিজ্ঞানীদের কথায় , এই মাছটি দেখতে অনেকটা কুমিরের মতো তাই এঁকে কুমির মাছ বলা হয়। এদের আঁশ খুবই শক্ত হয় আর মাছটি বহু দাঁত বিশিষ্ট হয়।

এই অ্যালিগেটর গার শিকারি মাছ বলেই পরিচিত‌। কারণ জলে থাকা ছোট ছোট মাছ এদের শিকার । এই মাছ এখন ডায়মন্ড হারবারের কি করে এলো তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী । মাছটি দেখতে ভিড় জমান এলাকার ছেলে-বুড়ো সকলেই‌। কাউকে কাউকে আবার ক্যামেরাবন্দি করে দেখা যায় একে। অনেকে মনে করছেন যেহেতু খালটি নদীর সঙ্গে সংযুক্ত তাই কোনোভাবে হয়তো নদী থেকেই খালে এই ঢুকে পড়ে এই মাছটি।