বাহক নিউজ় ব্যুরো: কালীপুজোর রাতে বাড়িতে একা ছিলেন বৃদ্ধা। অভিযোগ একদল দুষ্কৃতী ঘরে ঢুকে বেধড়ক মারধর করে তাকে। একইসঙ্গে বাড়িতে চলে লুঠপাট। আহত অবস্থায় বৃদ্ধাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। টালা থানার খেলাতবাবু লেনের ঘটনা। বৃদ্ধার নাম পদ্মা মন্ডল।
বৃহস্পতিবার রাত দেড়টা পর্যন্ত মেয়ে ও জামাই বৃদ্ধার সঙ্গে ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। এর পরেই লুঠপাটের ঘটনা ঘটে। শুক্রবার সকালে খেলাতবাবু লেনের ওই বাড়িতে তদন্তে আসে পুলিশ। গোটা বাড়ি ঘুরে দেখেন তাঁরা ।কথা বলেন স্থানীয়দের সঙ্গে।
ঘটনার খবর পেয়ে সুনীল সাউয়ের মা শান্তাদেবী ঘটনাস্থলে পৌঁছান। শান্তা দেবী বলেন , ” ছেলে, ছেলের বউ, নাতি যখন বাড়িতে যায় তখন রাত দেড়টা বাজে। আমার বাড়িতেই ছিল ওরা। এমনিতে ছেলে এখানে শ্বশুর বাড়িতেই থাকে। আমাদের দিওয়ালিতে বড় করে পুজো হয় সে কারণে নাতিকে নিয়ে ছেলে বৌমা বাড়িতে গিয়েছিল।”
শান্তা দেবী আরো জানান, বৃহস্পতিবার সকাল থেকে বাড়িতে ছিল ছেলে। রাতে প্রদীপ জ্বালাবে বলে শ্বশুর বাড়িতে যায়। শান্তা সাউ বলেন,” আজ সকাল আটটা নাগাদ ছেলে এসে দেখে দরজা খোলা। শাশুড়ি পড়ে রয়েছে। জিনিসপত্র ঘরে সব ছেটানো। সবসময় উনি অনেক গয়না পরে থাকতেন। সেই সব কিছুই নেই ওনার গায়ে। ওনাকে যথেষ্ট মারধর করা হয়েছে। কান ফেটে গিয়েছে চোখটা বন্ধ হয়ে গিয়েছে।”
সুনীল সাউয়ের বাড়ি উল্টোডাঙায়। সেখানে কোয়ার্টারে থাকেন তার মা-বাবা। শান্তা দেবী বলেন, সকালে ছেলে এসে সমস্ত ঘটনা স্ত্রী নিবেদিতাকে ফোনে জানান। এরপরে কান্নাকাটি শুরু করে নিবেদিতা। শান্তাদেবীরর ছোট ছেলের বাড়িতে ছিলেন। তাঁকেও ডেকে নেন সুনীল।
ঐ বৃদ্ধার পরিজনদের দাবি সব সময় প্রচুর সোনার গয়না পরে থাকতেন পদ্মা মন্ডল। সেই সময় সমস্ত গয়না হাতাতেই দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। তবে একই সঙ্গে সম্পত্তি নিয়ে কোনো জটিলতার কারণে এমন ঘটনা কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। তদন্তকারীরা বৃদ্ধার মেয়ের জামাইয়ের সঙ্গেও কথা বলবেন। তবে উৎসবের রাতে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।