বাহক নিউজ় ব্যুরো: এতদিনে নামকরণ হল ৫ লক্ষ বছর আগের আদিম মানুষের। এই নামকরণই এক আলাদা বর্গের জন্ম দিল। এর জেরে আগামী দিনে আদিম মানব সংক্রান্ত গবেষণা অনেক সুসংহত হবে বলে ধারণা করেছেন গবেষকরা। গবেষকরা মানুষের পূর্বপুরুষের এই নতুন আবিষ্কৃত প্রজাতির নামকরণ করেছেন ‘হোমো বোডায়েনসিস’।
জানা গিয়েছে প্রজাতিটি প্রায় ৫ লক্ষ বছর আগে মধ্য প্লেইস্টোসিন যুগে বাস করত। গবেষকরা জানান আধুনিক মানুষের সরাসরি পূর্বপুরুষের ছিল এই হোমো বোডায়েনসিস। এই নামটি ইথিওপিয়ার আওয়াশ নদীর উপত্যকায় পাওয়া একটি খুলি থেকে এসেছে।
নতুন এই আবিষ্কারের প্রেক্ষিতে বিজ্ঞানীরা বলেন, ওই সময়কালটি ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ ওই সময়ে আফ্রিকা ও ইউরোপে হোমোসেপিয়েন্স ও নিয়ানডারথল বা হোমো নিয়ানডারথালেনিসের আবির্ভাব ঘটেছিল। বিজ্ঞানীরা আরো বেশি করে বিষয়টিতে আগ্রহ দেখাচ্ছেন কারণ ওই সময়কার মানব বিবর্তন সম্পর্কে খুব ভালো ধারণা এখনো পর্যন্ত সেভাবে মেনে না।
গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে ‘ইভল্যুশনারি অ্যানথ্রোপলজি ইসুজ নিউজ অ্যান্ড রিভিউজ’ পত্রে। কানাডার উইনিপেগ বিশ্ববিদ্যালয়ের গবেষক মিরজানা রকস্যানডিক বলেন – এই হোমো বোডোয়েনসিস আফ্রিকার ও দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু অংশের মধ্যে প্লেইস্টোসিন যুগ এর তথ্য তুলে ধরবে। তিনি আরো বলেন একটি নতুন প্রজাতির নামকরণ বেশ বড় ব্যাপার।