বাহক নিউজ় ব‍্যুরো: প্রত্যেকদিন কত কত নতুন শব্দ জানতে পাই আমরা। যার মধ্যে কিছু শব্দ হয়ে ওঠে দৈনন্দিন দিনযাপনের অঙ্গ। কথায় চলে আসা শব্দ নিয়ে বছরের সেরা শব্দের তকমা দিয়ে থাকে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। গোটা বছরে সবথেকে বেশি ব্যবহৃত ইংরেজি শব্দকে তারা দিয়ে থাকে বছরের সেরা শব্দের তকমা। ২০২১ সালে যে তকমা পেল ‘ভ্যাক্স’। হ‍্যাঁ অতিমারীর যুগে মানব জীবনে জড়িয়ে যাওয়া ভ্যাকসিন কে ছোট করে যেভাবে ব্যবহৃত হয় সেটার মাথায় জুড়েছে বর্ষসেরা শব্দের তকমা।

কতটা বেশি ব্যবহৃত হয়েছে শব্দটি? অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির দেওয়া হিসেব বলছে সেভাবে ব্যবহৃত না হওয়া ভ‍্যাক্স শব্দটি গত বছরের তুলনায় প্রায় ৭২ গুণ বেশি ব্যবহার করেছেন মানুষ। ইংরেজি সাহিত্যে ভ্যাকসিন শব্দ অন্তর্ভুক্ত হয়েছিল ১৭৯৯ সালে ।ল্যাটিন শব্দ ভ‍্যাকা থেকে যা অন্তর্ভুক্ত হয়। যার আরেকটি অর্থ গরু। পদার্থবিদ ও গবেষক এড‌ওয়ার্ড জেনারেল স্মল পক্স এর টিকা আবিষ্কার করে বদলে দিয়েছিলেন স্বাস্থ্য পরিকাঠামো। সেই সুবাদেই শব্দকোষে ঢুকে পড়ে এই শব্দটি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

প্রসঙ্গত গতবছর নির্দিষ্ট কোন শব্দকে বেছে নেওয়া হয়নি। লকডাউন ও প্যানডেমিক ছিল যথাক্রমে সবথেকে বেশি ব্যবহৃত শব্দ। তবে এই বর্ষসেরা শব্দের খেতাবের রেওয়াজ গত কয়েক বছরে বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর তা হয়েছে সেলফি-র হাত ধরে। ২০১৩ সালে সেলফি- কে বর্ষসেরা শব্দের তকমা দিয়েছিল অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। ২০১৫ সালে এখনো দৈনন্দিনের চ্যাট এ ব্যবহৃত ইমোজি টিয়ার্স অফ জয়, ২০১৬ সালে পোস্ট ট্রুথ, ২০১৭ তে ইয়ুথকোয়েক বা যুবজাগরণ,২০১৮ সালে টক্সিক এবং ২০১৯ সালে ক্লাইমেট এমারজেন্সি-কে বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করেছিল অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি।

Published on Tuesday, 9 November 2021, 9:47 am | Last Updated on Tuesday, 9 November 2021, 9:47 am by Bahok Desk