বাহক নিউজ় ব্যুরো: শাস্ত্র মতে, দুর্গাপুজোর প্রথম প্রস্তুতিতে প্রয়োজন হয় বেশ্যাদ্বারের মাটি। কলকাতার সোনাগাছি সহ রাজ্যের বিভিন্ন পতিতাপল্লী থেকে মাটি নিয়ে এসেই পুজো শুরু করে পুজো কমিটিগুলো। কিন্তুু এবছর হয়ত তেমনটা হবে না। কারণ রাজ্যের সমস্ত সর্বজনীন পুজো কমিটিগুলোকে বেশ্যাদ্বারের মাটি না দিয়ে বয়কট করার ডাক দিল বাংলার পতিতাপল্লীগুলো।

বেশ্যাবৃত্তির পেশাকে সমাজে ঘেন্না করা হয়। পতিতাদের এই অভিমান আগে থেকেই ছিল, কিন্তুু সম্প্রতি কেন্দ্র সরকার একটি বিশেষ আইন লোকসভায় পাশ করিয়েছে , সেটি হল ট্র্যাফিকিং পার্সনস বিল। রাজ্যসভাতেও এটি অনুমোদন হয়ে যাবে। এই আইন পাশ হতেই বিক্ষুব্ধ রাজ্যের যৌনকর্মীরা। দুর্বার মহিলা সমন্বয় কমিটির আইনজীবী জানিয়েছেন, এই আইনের মাধ্যমে যৌনকর্মীদের পেশা বন্ধ করে দিতে চাইছে কেন্দ্র। ফলে ভবিষ্যত অনিশ্চিত হওয়ার আশঙ্কায় এই আইনের বিরোধিতা করছেন রাজ্যের যৌনকর্মীরা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আরও পড়ুন – কলকাতা পুলিশে সুযোগ পাবেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা, হাইকোর্টে নবান্ন

যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদক কাজল বসু জানালেন, ‘‘আগেও আমরা এই কথা বলেছি যে, আমাদের দরজার মাটি না পেলে পুজো হবে না, কিন্তু কেউ আমাদের ঘরের চৌকাঠ পার হলেই অপরাধী। কেন্দ্রীয় সরকারের নতুন আইনই সেটা বলেছে। তাই আমরা ঠিক করেছি, গোটা রাজ্যেই এ বার সব যৌনপল্লি এক সুরে বলবে, দরজার মাটি দেব না।’’

Published on Sunday, 3 October 2021, 2:12 pm | Last Updated on Sunday, 3 October 2021, 2:14 pm by Bahok Desk