বাহক নিউজ় ব‍্যুরো: করোনার বিরুদ্ধে লড়াই যে এখনো অনেকখানি বাকি, সে কথা এবার স্পষ্ট করে জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। কারণ গোটা বিশ্বের গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াল কোভিডের নয়া ভ‍্যারিয়েন্ট, যার নামকরণ করলো ‘হু’। B.1.1.529 নামের এই ভ‍্যারিয়েন্টটির নাম দেওয়া হয় ওমিক্রন।

দক্ষিণ আফ্রিকায় সন্ধান মেলা নয়া ভ‍্যারিয়েন্টটি আরও অনেক বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী বলে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । এবার সেটি সরকারিভাবে ‘উদ্বেগজনক ভ‍্যারিয়েন্ট’ তকমা পেল। রূপ বদলেই করোনা ভাইরাসের এই ভ‍্যারিয়েন্ট নিজের ক্ষমতা বাড়াচ্ছে। ফলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি দেশ। এমনকি , বেলজিয়ামেও নতুন করে ভ‍্যারিয়েন্টটির খোঁজ মিলেছে বলেছে খবর।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

জানা গিয়েছে আফ্রিকার দেশ বৎসোয়ানায় প্রথমে এই ভেরিয়েন্টটিকে দেখা গিয়েছিল। এটিকে উদ্বেগজনক বলা হয়েছে কারণ এর মধ‍্যে বেশ কয়েকটি বৈশিষ্ট্য দেখা গিয়েছে। যেমন এটি অন্যান্য ভ‍্যারিয়েন্ট গুলোর তুলনায় অনেক বেশি সংক্রামক। ভ‍্যাকসিন ও অন‍্যান‍্য চিকিৎসা সংক্রান্ত বিষয়কেও এড়িয়ে জনস্বাস্থ্যের ক্ষতি করার ক্ষমতা রয়েছে এটির।

দক্ষিণ আফ্রিকার ‘সেন্টার ফর এপিডেমিক রেসপন্স এন্ড ইনোভেশন’-এর কর্তা তুলিও ডি অলিভিয়েরাও এই নতুন ভ‍্যারিয়েন্ট সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তারা এই ভ‍্যারিয়েন্টটির দিকে কড়া নজর রাখছেন। টুইটারে একটি পোস্টে উদ্বেগ প্রকাশ করে তাকে লিখতে দেখা গেছে, ‘মিউটেশনেরর এই পর্যায়ে পৌঁছে নতুন ভ‍্যারিয়েন্টটি সত‍্যিই ভয়ংকর। দক্ষিণ আফ্রিকা ও গোটা আফ্রিকার‌ই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আর্থিক সহায়তা প্রয়োজন। যেন এটি সারা বিশ্বে ছড়িয়ে না পড়ে।’ তবে এর বিস্তার রোধ করা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই এই ভয়ঙ্কর ভ‍্যারিয়েন্টটির জন্য অতি গুরুত্বপূর্ণ বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন।

Published on Tuesday, 30 November 2021, 7:33 am | Last Updated on Tuesday, 30 November 2021, 7:40 am by Bahok Desk